অ্যানিটেক টিউন একটি টেকনোলজি ভিত্তিক বাংলা ব্লগ যেখানে আপনি আপনার মনের সব ভাবনা, মতামত এবং আইডিয়া মুক্ত ভাবে লিখতে পারবেন এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন সহজেই। আমাদের উদ্দেশ্য হল টেকনোলজিকে সবার মাঝে ছড়িয়ে দেয়া যাতে সব মানুষ টেকনোলজির এই আশীর্বাদ গ্রহন করতে পারে এবং বাবহারের মাধ্যমে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কেননা এই টেকনোলজি যদি সবার মাঝে ছড়িয়ে দিতে না পারা যায় তাহলে টেকনোলজি নামক এই আশীর্বাদটি সবার কাছে অজানাই থেকে যাবে। তাই সবাই মনখুলে লিখুন যা জানেন এবং তা জানিয়ে দিন সবাই কে। এটাই আমাদের ব্লগ এর প্রধান উদ্দেশ্য এবং আপনারা আমাদের উদ্দেশ্য এর ধারক ও বাহক।
আমাদের এই ব্লগ এ পোস্ট করার আগে অবশ্যই আমদের কিছু নীতিমালা আছে তা পরে নিন।
ধন্যবাদান্তে
এডমিন, অ্যানিটেক টিউন