ইংরেজি টু বাংলা অভিধান বিডিওয়ার্ডের এন্ড্রয়েড এ্যাপটি ব্যবহার
করে যেকোন ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা যায়। গুগলের
প্লে স্টোরে আপলোড করা হয়েছে। এই এ্যাপটির মাধ্যমে যেকোনো ইংরেজি শব্দের বাংলা
অর্থ বের করা যায়। যেসব
স্মার্ট ফোন,
ট্যাবলেট বা কম্পিউটার এন্ড্রয়েড
অপারেটিং সিস্টেম ব্যাবহার করে থাকে এই এ্যাপটি সেসব যন্ত্রের জন্য প্রস্তুত করা
হয়েছে। ৭
মেগাবাইটের এই এ্যাপটিতে ৭৮,৭৫৬
টি শব্দের অর্থ রয়েছে। এ্যাপটি ইন্টারনেট ছাড়াই চলে। যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে শব্দের বাংলা অর্থের
পাশাপাশি ইংরেজি অর্থ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ ও উদাহরণ দেখাবে। নিচের
ঠিকানা থেকে এ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
https://play.google.com/store/apps/details?id=com.bdword.e2bdictionary
এ্যাপটি ব্যবহার করতে কোনো সমস্যা হলে আমাদের জানাতে
পারেন এই ঠিকানায়: http://www.bdword.com/contact-us
এই এ্যাপটিতে বিডিওয়ার্ড অভিধানের মতই একটি বৈশিষ্ট রয়েছে। ওয়েবসাইট ব্রাউজ করার সময় যদি কোনো শব্দ জানা না থাকে তাহলে সেই শব্দের উপর ৩
সেকেন্ড ট্যাপ করলে সেই শব্দটি শেয়ার করার অপশন আসবে। তারপর শেয়ার অপশন থেকে
বিডিওয়ার্ড সিলেক্ট করলেই সাথে সাথে সেই শব্দের অর্থ পেয়ে যাবেন। অর্থ জানা হয়ে গেলে আপনি
ডিকশনারি উইন্ডোটি বন্ধ করে আপনার পূর্ববর্তী ওয়েবসাইটে যেতে পারবেন।
মন্তব্য
ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার খুব দরকার ছিল।