যেকোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার জন্য আমাদেরকে অনেক বেগ পেতে হয়। অনেক ডিকশনারী এ্যাপ আছে যা ইন্টারনেট ছাড়া কাজ করে না। আমাদের এমন একটি ডিকশেনারী এ্যাপ দরকার যা অফলাইনে ও দ্রুততার সাথে কাজ করে । এক্ষেত্রে ইংরেজি টু বাংলা অভিধান বিডিওয়ার্ডের এন্ড্রয়েড এ্যাপটির ডাউনলোড করে নিতে পারেন। এ্যাপটি গুগলের প্লে স্টোরে রয়েছে। এই এ্যাপটির মাধ্যমে যেকোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ বের করা যায়। যেসব স্মার্ট ফোন, ট্যাবলেট বা কম্পিউটার এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করে থাকে আমাদের এই এ্যাপটি সেসব যন্ত্রের জন্য প্রস্তুত করা হয়েছে। ৭ মেগাবাইটের এই এ্যাপটিতে ৭৮,৭৫৬ টি শব্দের অর্থ রয়েছে। এ্যাপটি ইন্টারনেট ছাড়াই চলে। যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে শব্দের বাংলা অর্থের পাশাপাশি ইংরেজি অর্থ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ ও উদাহরণ দেখাবে। নিচের ঠিকানা থেকে এ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
এই এ্যাপটিতে বিডিওয়ার্ড অভিধানের মতই একটি বৈশিষ্ট রয়েছে। ওয়েবসাইট ব্রাউজ করার সময় যদি কোনো শব্দ জানা না থাকে তাহলে সেই শব্দের উপর ৩ সেকেন্ড ট্যাপ করলে সেই শব্দটি শেয়ার করার অপশন আসবে। তারপর শেয়ার অপশন থেকে বিডিওয়ার্ড সিলেক্ট করলেই সাথে সাথে সেই শব্দের অর্থ পেয়ে যাবেন। অর্থ জানা হয়ে গেলে আপনি ডিকশনারি উইন্ডোটি বন্ধ করে আপনার পূর্ববর্তী ওয়েবসাইটে যেতে পারবেন।
যেকোন ওয়েবসাইটের ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে এই এ্যাপটি খুব ভালো কাজ করে।
মন্তব্য
ভাল আপ্স, অনেক দরকারি
ধন্যবাদ শেয়ার করার জন্য।