আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাই হোক অনেকদিন পর পোষ্ট করতে বসলাম। নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দারুণ একটি এন্ড্রয়েড এপ। আমার ভালো লাগল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই এপের অনেক কিছুই দেখলাম কিন্তু সব দেখে শেষ করতে পারিনি। আমার সামনে পরীক্ষা তো। যাই হোক চলুন আগে আমরা এই এপ সম্পর্কে কিছু কথা জেনে নেই। এবং দেখি এতে কি কি আছে।
Software Name: Photo Montager.Apk
* ব্যাবহার করুন আপনার গ্যালারী, ক্যামেরা & ফেসবুক ফটো।
* অনেক ক্যাটাগরি এবং থিম।
* এই এপের ইউজার কমিউনিটি থেকে আপনি চাইলে নতুন ফ্রেম সংযুক্ত করতে পারবেন।
* অনেক গুলো ফ্রি ফ্রেম।
* ৩০০০০+ ফ্রি ফ্রেম।
* ফন্টস এবং ইফেক্টস
* নো এডস
ডাউনলোড করতে এখানে যান।
আমি পরবর্তিতে আরো ভালো ভালো এন্ড্রয়েড গেম এবং এপ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আমাকে আল্লাহ তৌফিক দান করেন।
মন্তব্য করুন