ইন্টারনেটে আমাদের কাজ করার হার প্রতিদিনই বাড়ছে। সে কারণে কাজগুলোকে সহজ করার দরকার হয়ে পড়েছে। চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার গুগল ক্রোম দিয়ে অনলাইনের কাজ আরও সহজে সারা যায়।
অনলাইনে যাঁরা প্রয়োজনীয় কাজ কম খরচে করতে চান তাঁদের জন্য গুগল ডাটা সেভার ব্রাউজার এক্সটেনশন একটি ভালো প্রোগ্রাম হতে পারে। ছোট এই প্রোগ্রাম যোগ করে ২০ শতাংশ পর্যন্ত ইন্টারনেটের ডাটা খরচ কমানো যায়।
*ডাটা সেভার সুবিধাটি নিতে চাইলে আপনাকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে।*
*ডাটা সেভার এক্সটেনশনটির সাইজ ৫০০ কেবি থেকেও কম*
ডাটা খরচ কমাতে: প্রথমে এই লিংকে ক্লিক করুন Data Saver
এরপর ADD TO CHROME বোতাম চেপে ব্রাউজারে ডাটা সেভারের খুদে প্রোগ্রামটি যুক্ত করে নিন।এখন কিছুক্ষণ অপেক্ষা করুন৷ এক্সটেনশনটি Automatically ডাউনলোড এবং ইনস্ট্ল হবে৷
এখন ব্রাউজারে নতুন ট্যাব খুলে যেকোনো সাইট বা ওয়েব পাতা খুলুন। ওয়েব পেজ দ্রুত আসবে। ডান পাশে ডেটা সেভারের আইকনে ক্লিক করলে Original size এবং After compression-এ ওয়েব পেজের প্রকৃত আকার এবং কত খানি সংকোচন (কমপ্রেস) করা হয়েছে সেটি দেখা যাবে।
Note: প্রয়োজনে Turn Off Data Saver-এ ক্লিক করে সেবাটি বন্ধ করা যাবে।
ডাটা সেভার এক্সটেনশনটি ব্যবহারের ফলে আপনারের ব্রাউসারের লোডিং স্পিড বৃদ্ধি পাবে, তাও আবার অগের চেয়ে কম ইন্টারনেট ডাটা কম খরচ করে৷সুতরাং আপনি দ্রুত ইন্টারনেট ব্রাউসিং এর পাশাপাশি আপনার মুল্যবান ডাটা সেভ করতে পারবেন৷
ফেসবুকে আমি। আমাকে লাইক করতে পারেন নতুন কিছু পেতে।
মন্তব্য করুন