আজ আমি আপনাদের যে অ্যাপ টির সাথে পরিচয় করিয়ে দেব তা হল WiFi Mouse যার সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েডকে মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে আপনার পিসির জন্য মাউস সারবার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে ইনিস্টল করে ওপেন করুন।
এরপর আপনার এন্ড্রয়েডের জন্য নিচের লিঙ্ক থেকে WiFi Mouse অ্যাপ টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে ইনিস্টল করুন।
এবার আপনার এন্ড্রয়েডের সেটিং থেকে tethering & portable hotspot চালু করে আপানার পিসির সাথে কানেক্ট দিয়ে নিন।
এবার আপনার এন্ড্রয়েড্রের অ্যাপ টী ওপেন করুন ।
ওপেন করলেই দেখবেন সেখানে আপনার পিসির নাম দেওয়া আছে, তারপর সেখানে ক্লিক করে আপনার পিসির সাথে কানেক্ট করে নিন,এবং উপভোগ করুন WiFi Mouse।
মন্তব্য করুন