Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 83  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Unrooted এন্ড্রয়েড এ বিজয়, ইউনিকোড, অভ্রসহ যে কোন বাংলা ফন্ট পড়া যাবে সহজেই

Unicode ভিত্তিক Fonts Support করলেও Computer এর MS Word এ লেখা বাংলা Fonts (Bijoy-SutonnyMJ/Avro-NikoshBAN) আপনার Android Mobile / Tab এ কি পড়তে পারেন ? না পারলে এখন থেকে অনায়াসে পড়তে পারবেন।
আপনারা হয়ত জেনে থাকবেন সম্প্রতি সারাদেশে সকল উপজেলায় সরকারিভাবে Officer দের একটি করে Tab দেয়া হয়েছে। তাছাড়া আমরা যারা Android Mobile ব্যবহার করি অধিকাংশই এই সমস্যায় ভুগছি। এবার ইনশাল্লাহ এর সমাধান হবেই। তাহলে আসুন সিস্টেমটা জেনে নিই।

Requirements:
1. Android version 2.2 / above
2. Kingsoft office apk (WPS)
3. SutonnyMJ/NikoshBAN Fonts
4. Computer
5. Data cable(Mobile Charger এর সাথে থাকে)

প্রথমেই ডাউনলোড এখান Kingsoft office  এবং Fonts এখান থেকে  ডাউনলোড ।
Download হয়ে গেলে বাকী কাজটি শেষ করতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে।

e-HostBD Hosting Service

এবার কার্য্প্রণালী:
প্রথমে Kingsoft office file টি আপনার Mobile এ install করে নিন (আগে Install করা থাকলে Uninstall করে নিন) তারপর Soft টি open করে agree তে Click করে আবার বেরিয়ে আসুন। Mobile এর কাজ শেষ।এবার Data Cable দিয়ে আপনার Mobile টি পিসির সঙ্গে সংযুক্ত করুন। সংযুক্ত করার সময় মোবাইলে USB Storage/Media/Copy-Files এ Click করুন। দেখবেন নিচের ছবির মত দুটি Drive দেখা যাবে।

১টি Internal storage অন্যটি SD Card। যেখানে Softটি আছে অর্থাৎ দুটির যেকোন ১টিতে Kingsoft office নামে ১টি Folder দেখতে পাবেন। নিচের ছবিতে লক্ষ্য করুন।

ওখানে Click করুন। তারপর Font নামে Folder দেখতে পাবেন। এই Font এ ক্লিক করুন। নিচের ছবিতে লক্ষ্য করুন।

তারপর আপনার কাঙ্খিত Font টি (উপরের লিংক থেকে ডাউনলোডকৃত sutonnyMJ Font) যেখানে আছে সেখান থেকে Copy করে এখানে Paste করুন

OK. এবার বেরিয়ে এসে Data Cable খুলে Mobileটি একবার Off-On করুন (Reboot/Restart)। এবার যেকোন Document Kingsoft(WPS) দিয়ে Open করুন এবং ঝকঝকে বাংলা পড়ুন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন