আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চরম এবং নতুন একটা এপস। যার দিয়ে আপনি খুব সহজে বাংলাদেশের ভূমি-আইন অনুযায়ী জমি জমা ও ভূমির পরিমাপ জানতে পারবেন এবং নানা ধরনের গানিতিক কাজও এটটি দ্বারা শিখতে পারবেন
সহজ এবং বাংলাদেশের ভূমি-আইন অনুযায়ী জমি জমা ও ভূমির পরিমাপ জানুন এবং শিখুন এই অ্যাপ থেকে। ভূমির মাপ নিতে আপনাদের যেসকল বিষয় সমূহ জানা প্রয়োজন; তার প্রায় সবই এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি।
অনলাইনের অনেক সূত্র থেকে সব তথ্য এক জায়গায় করার চেষ্টা করেছি এই অ্যাপে। যে সকল জায়গা থেকে তথ্য নিয়েছি যেমন,, উইকিপেডিয়া; সকলের জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো।
আমাদের দেশের প্রতিটি অন্ধলের আইন এক এক ধরনের আর উক্ত দিকটা ধরে রেখেই আমাদের দেশের কোন অন্ধলের আইন কেমন,কিভাবে এবং কোন হিসাবে জমি পরিমাপ করা হয় তা এই সফট্যওয়্যারে আছে।
আর আমাদের শিক্ষাগত দিক দিয়ে এই সফট্যওয়্যারটির ভুমিকা অনেক। এমন কিছু তথ্য এই সফটওয়্যারে আছে যা অনেক সময়ই আমাদের কাজে আসতে পারে। তাই এটিও কম গুরুত্বহীন নয়।
– শতাংশ ও একরের হিসাব।
– কাঠা, বিঘা ও একর এর পরিমাপ।
– শিকল দিয়ে জমি মাপা এবং পদ্ধতি।
– বিঘা ও কাঠার হিসাব।
– বিভিন্ন অঞ্চলে চালু থাকা ভূমি মাপার কৌশল।
– জমির খতিয়ান এবং নকশা সম্পর্কে ধারনা।
আশা করি সবাই এ থেকে উপকৃত হবেন।
মন্তব্য
পরামর্শের জন্য ধন্যবাদ। আমি অনেক চেস্টা করেছি পারিনি। টিউনটি আমার দারুন উপকার করল।
প্রিয় টিউনার,
আমাদের সাথে থাকার জন্য এবং নিয়মিত পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্নবাদ। আমরা একটা বাপার খেয়াল করেছি যে আপনি আপনার পোস্ট এর ফন্ট এ আলাদা কোড ব্যবহার করেন যা দেখতে অনেক দৃষ্টি কটুর দেখায়। আশা করি এর পর থেকে ব্যাপারটি আপনি মনে রেখে পোস্ট করবেন।
আপনি চাইলে সহজেই সকল অতিরিক্ত কোড ডিলিট করতে পারেন।
ছবি দেখতে এখানে ক্লিক করুন
উপরের ছবিতে দেখান পথে ক্লিক করুন তবে এর আগে পোস্ট এর সব সিলেক্ট করে নিবেন।
আমার আপনার সব পোস্ট এর ফন্ট ঠিক করে দিয়েছি। আশা করি আপনি আমাদের সহজগিতা করবেন।
অ্যাডমিন
পরামর্শের জন্য ধন্যবাদ। আমি অনেক চেস্টা করেছি পারিনি। কমেন্টটি আমার দারুন উপকার করল।