আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আজকে ছোট একটা টিপস দিব যদিও অনেকে জানেন। তবে যারা জানেন না তারা তো জানতে পারবেন। আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তাদের অনেক সময় স্ক্রীনশট নেয়ার দরকার পরে। এজন্য অনেক অনেক অ্যাপ ব্যবহার করে থাকেন। আজকে আপনাদের শিখাব কি করে কোন সফটওয়্যার ছাড়া সহজেই আপনার এন্ড্রয়েড ফোন এ স্ক্রীনশট নিবেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফোনের ক্যামেরা অন করুন। এরপর ক্যামেরা মিনিমাইজ করে রাখুন।
এখন যার স্ক্রীন শট নিবেন সেটি ওপেন করুন।
এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিয়ম এর নিছের কি একই সময়ে প্রেস করুন।
দেখবেন স্ক্রীন শট নেয়া হয়েগেছে। এখন দেখুন গ্যালারীতে আপনার স্ক্রীনশট সেভ হয়ে গেছে।
মন্তব্য করুন