নানান কারণে গণিতের বিভিন্ন সূত্রের দরকার পড়ে। যেহেতু তা মনে রাখাটা খুব সহজ নয়, তাই দ্বারস্থ হতে হয় বইয়ের। কিন্তু প্রয়োজনের মুহূর্তে বই আবার হাতের নাগালে পাওয়া যায় না। এই ঝামেলা থেকে বাঁচাতে এসেছে একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন। ‘অল ম্যাথ ফর্মুলা’ নামের এই অ্যাপেই গণিতের সকল সূত্রই পাওয়া যাবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারসমূহ-
১. অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন ভাগে গণিতের বিভিন্ন সূত্র দেয়া আছে।
২. সূত্রগুলো সাজিয়ে দেয়ার ফলে কষ্ট করে প্রয়োজনীয় সূত্র খোঁজার ঝামেলা নেই।
৩. একবার ডাউনলোডের পর ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে। অফলাইনেই কাজ করবে অ্যাপ্লিকেশনটি।
৪. এতে ক্যালকুলাস, জ্যামিতি, বীজগণিতসহ নানা বিষয়ের সূত্র রয়েছে।
৫. অ্যাপটিতে সূত্র কপি করার ব্যবস্থাও রয়েছে।
গুগল প্লেস্টোরে থাকা অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে এক লাখ বার ডাউনলোড করা হয়েছে। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে বাংলাদেশের অ্যাপ ডেভেলপার জাকি হোসেন। ৪.৪ রেটিংপ্রাপ্ত অ্যাপ্লিকেশনটির সাইজ ৮.৮ মেগাবাইট।
এই ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
মন্তব্য করুন