Bangla
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের সাথে কাজের একটি এন্ড্রয়েড এপ শেয়ার করব। এটা একটি সিক্রেট এপ। এই এপটি দিয়ে আপনার গুপন তথ্য গুলো এমন করে রাখতে পারবেন যা আপনি ছাড়া আর কেউ দেখতে বা ব্যাবহার করতে পারবেনা। ধরুন আপনার ভিডিও,মিউজিক,এস এম এস,এপ,গেম আরো অনেক কিছু এটার সাহায্যে এমন করে রাখতে পারবেন যা শুধু আপনি ব্যাবহার করতে পারবেন। এতক্ষনে মনে হয় বুঝতে পেরেছেন এটা কি ধরণের এপ।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Download Link: http://bit.ly/1MoR3sy
আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
মন্তব্য করুন