মিউজিক ভালোবাসেন নিশ্চয়? প্রশ্নটা বোকামী হয়ে গেলো কিনা ভাবছি। কারন মিউজিক ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে মিউজিক এর সাথে গান ভালোবাসে না এরকম লোকও খুবই কম। যার গানের কোন গলা নেই, কথা প্রসঙ্গে বলতে গেলে যার গান শুনে ভেড়া দৌড়ে পালাবে সেও বাথরুমে গেলে দু’এক লাইন গেয়ে উঠে। কিংবা নিজের ঘরের দরজা লাগিয়ে চুপি চুপি মোবাইল ফোনে নিজের গাওয়া গানের কয়েক লাইন রেকর্ড করে বুঝতে চেষ্টা করে শুনতে কেমন লাগে। আমরা জানি, গানের গলা যেমন হোক তার সাথে মিউজিকের কম্বিনেশন যেকোন গানকে অসাধারন করে ফেলতে পারে। আজকাল তো হেড়ে কলার বেসুরের গানকে শুধু ইনস্ট্রুমেন্টের সাহায্যেই সুরেলা করে তোলা যায়। যাহোক, যারা মাঝে মাঝে নিজের গানকে একটু আলাদা করতে চান তারা নিশ্চয় মনের অগোচরে হলেও মিউজিক কম্বিনেশনের কথা চিন্তা করেন। আপনাদের হয়তো মনে সাধ জাগে নিজের গানের সাথে একটু মিউজিক যোগ করে সেটাকে আরও একটু শ্রুতি মধুর করার জন্য। যাদের কম্পিউটার আছে তারা এসব কাজ খুব সহজেই অনেক বড় বড় সফটওয়্যার ব্যবহার করে করে ফেলতে পারে। কিন্তু যাদের স্মার্টফোন হলো একমাত্র ভরসা তাদের জন্যই আমার আজকের টিউন। টেকটিউনসে প্রযুক্তির সুরে মেতে থাকা একদল প্রযুক্তিপ্রেমীকে আজ সত্যিকারের সুরের মুর্ছনায় বিমোহিত করতেই আমার আজকের সব আয়োজন।
MAGIX Music Maker Jam – আপনার পকেট মিউজিক স্টুডিও
শিরোনাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন এটি বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MAGIX এর একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রোয়েড সিরিজে টিউনটি করলেও এটা মুলত অন্যন্য স্মার্টফোন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এবং iOS প্লাটফর্মেও কাজ করবে। অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি স্মার্টফোন মিউজিক এর ক্ষেত্রে একটা রিভোলিউশন এনে দিতে পারবেন। মিউজিককে বিভিন্ন ইফেক্ট দেওয়া, তাদেরকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করা সহ আরো অনেক কিছু করতে পারবেন যা আমরা টিউনের বাকী অংশে দেখবো।
তবে টিউনের বাকী অংশে যাবার আগে চলুন একনজের অ্যাপ্লিকেশনটি চালনা করার জন্য আপনার স্মার্টফোনের কী ধরনের কনফিগারেশন থাকতে হবে সেটা একটু দেখে নেই।
অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য আপনার ফোনে যা যা লাগবেযা না হলে চলবেই নাযতোটুকু হলে সবচেয়ে ভালো হয়
Android 4.0 Android 4.21GB RAM 2GB RAM 1 Core CPU, min. 1 GHz 4 Core CPU, 1.5 GHz Memory: 100 MB Memory: 300 MB (for all free styles)x86 or ARM
MAGIX Music Maker Jam – গুরুত্বপূর্ণ ফিচার সমুহ
মিউজিক সম্পর্কিত কাজের জন্য অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অনেক রকমের সুবিধা। যদিও এর অধিকাংশ সুবিধা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য তারপরেও যতোটুকু ফ্রিতে ব্যবহার করা যায় সেটাও একজন সাধারন ব্যবহারকারীর জন্য একেবারে মন্দ না। আপনার জন্য অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো নিচে উল্লেখ করা হলো।
অ্যাপ্লিকেশনটিতে রয়েছে সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেইস এবং চমৎকার ওয়ার্কস্পেস।শুধুমাত্র আঙ্গুলের সামান্য স্পর্শেই Tempo এডজাস্টমেন্ট এর মাধ্যমে মেলোডি পরিবর্তন করতে পারবেন।একটি পারফেক্ট সাউন্ড এর জন্য ৮টি ট্রাক মিক্সারের সাহায্যে গানকে অনেক শ্রুতিমধুর করতে পারবেন।টাইমের সাথে ইফেক্ট পরিবর্তন করতে পারবেন।এতে রয়েছে অসাধারন সব লুপ এবং বিভিন্ন ধরনের মিউজিক স্টাইল।ব্যবহার বিধি খুবই সহজ এবং যেকোন মিউজিক কে আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় পিসিতে MAGIX Music Maker এ স্থানান্তর করতে পারবেন।বিভিন্ন মিউজিক স্টাইলকে লুপ সিলেক্টর এর মাধ্যমে এক সাথে সংযোজন করে অসাধারন সব মিউজিক তৈরী এবং তাতে মনমুগ্ধকর ইফেক্ট দিতে পারবেন।সবশেষে আপনার তৈরী করা অডিও ফাইলকে খুব সহজেই বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।আরো বিস্তারিত তথ্যের জন্য অ্যাপ্লিকেশনটির অফিশিয়াল সাইট হতে এক নজরে ঘুরে আসতে পারেন।
অফিশিয়াল লিংকের জন্য এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন
অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার প্রয়োজনের সাথে যদি অ্যাপ্লিকেশনের ফিচারগুলো মিলে যায় তাহলে দেরি না করে নিচের ডাউনলোড লিংক থেকে আপনার ডিভাইস অনুযায়ী ১৬৭ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
windows mobile এর ডাউনলোড লিংক
ডাউনলোড শেষ হলে যথারীতি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং মনের আনন্দে ব্যবহার করুন। আশা করি আজ থেকে আপনি নিজের মিউজিক তৈরী করে আত্বতৃপ্তির পাশাপাশি অন্যের তৃপ্তিরও কারন হবেন।
মন্তব্য করুন