Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 47  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

আসছে ফেসবুক “ডিজলাইক বাটনের ” সেরা একটি বিকল্প, যেটা আপনার পছন্দ হবেই !

কিছুদিন আগে আমরা এই ধরনের কথা খুব বেশী বেশী সুনতে শুরু করেছিলাম যে, ফেসবুক তাদের নিউজ ফিডে “আনলাইক” বাটন অ্যাড করতে যাচ্ছে। তবে পরবর্তীতে ফেসবুক আর সেটি করেনি কারন নতুন এই ফিচারটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল।

সবথেকে মারাত্মক যে কাজটি হতো, সেটা মানুষের মধ্যে দুরুত্ত তৈরি করতো। বন্ধুত্তের মধ্যে ফাটল সৃষ্টি করতো।

যেটা কখনোই কাম্য না আর সোশ্যাল মিডিয়ার কাজ’ই হল মানুষকে কাছে আনা তাদের মধ্যে নতুন সম্পর্কের সৃষ্টি করা।

e-HostBD Hosting Service

আর সেই বিষয় গুলোই পর্যালোচনা করে ফেসবুক এবার তাদের নিউজ ফিডে অ্যাড করতে যাচ্ছে তাদের নতুন ফিচার ডিজলাইক তথা ইমোজি বাটন।

নিচে দেয়া ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন, নতুন বাটন গুলো আপনার নিউজফিডে ঠিক এভাবেই প্রদর্শিত হবে।

আর আপনার ইচ্ছা অনুযায়ী কারোর পোষ্টে ইমো কমেন্ট করতে পারবেন। যেটা সত্যি অসাধারন অন্তত ডিজলাইক থেকে অনেক ভালো।

কর্তিপক্ষের কথা, এবার মানুষ তাদের ইচ্ছা মতো ফিলিং শেয়ার করতে পারবে আর বন্ধুত্বও তাহকবে অক্ষুন্ন।

তবে ফেসবুকের নতুন এই ফিচারটি আপনি চাইলে এখনো ব্যবহার করতে পারবেন না। কারন বর্তমানে এটি টেস্ট পিরিয়ডে আছে এবং খুব দ্রুত পৃথিবীর সকল দেশের জন্য উন্মুক্ত করা হবে।

কেমন লাগেছে আপনার নতুন “ফেসবুক ডিজলাইক ফিচার”? খারাপ না, কারন এখন আপনার বন্ধু যদি আপনাকে নিয়ে ট্যাগ করে করে তখন আপনি চাইলেই তার পোষ্টে আপনার রাগ ঝারতে পারবেন একটা ইমো কমেন্টের মাধ্যমে!

আমার সাইটঃ http://trickround.com

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন