Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 47  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের স্কিনের ডিফল্ট থিম পছন্দ হচ্ছে না?? তাহলে এই টিউনটি আপনার জন্য।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে
কেমন আছেন??? আশা করি আল্লাহর
রহমতে ভালই আছেন। যাক আপনারা ভাল
থাকলে আমিও ভাল থাকব।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম নিয়ে মাইক্রোসফট বেশ আশাবাদী। তাই ব্যবহারকারীদের জন্য আগের দুই সংস্করণ উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ৭-এর প্রায় সবগুলো ফিচার এতে রাখা হয়েছে।

নতুন অপারেটিং সিস্টেমটিকেও নিজের মতো করে সাজাতে রয়েছে থিম। এ জন্য ডিফল্টভাবে অনেকগুলো থিম দেওয়া থাকে। তবে অনেক ব্যবহারকারীদের কাছে এ থিমগুলো পছন্দ নাও হতে পারে।

e-HostBD Hosting Service

তাই মাইক্রোসফট অনলাইনে থেকে থিম ডাউনলোড করে তা ব্যবহারকারী সুবিধা দিয়েছে।

কিভাবে উইন্ডোজ ১০ ব্যবহারকারীররা ডাউনলোড করতে পারবেন তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথম স্টার্ট মেন্যু থেকে সেটিংসে যেতে হবে। তাহলে নতুন একটি উইন্ডোজ চালু হবে। যেখান থেকে ‘Personalization’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর বাম পাশে অনেকগুলো অপশন আসবে। যেখান থেকে ‘themes’-এ ক্লিক করতে হবে।

এরপর থিম সেটিংসে যেতে হবে। পরের ধাপে নতুন উইন্ডো চালু হবে, সেখানে ডিফল্ট থিমগুলো দেখাবে।

আর ডান পাশে দেখা যাবে ‘Get more themes online’। নতুন থিম নির্বাচন করতে এতে ক্লিক করতে হবে।

তাহলে ব্রাউজারের মাধ্যমে মাইক্রোসফটের ওয়েবসাইট চালু হবে। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে নানা থিম রয়েছে। এগুলো থেকে পছন্দেরটি ডাউনলোড করে ও ইন্সটল করে ব্যবহার করা যাবে।

আমার সাইটঃ http://trickround.com

যদি আপনাদের কারও কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট করবেন। আশা করি সমাধান দিতে পারব।

আজকের টিউনটি এ পর্যন্তই। টিউনটি কেমন হল জানাবেন। আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন