কম্পিউটার এখন প্রয়োজনীয় একটি যন্ত্র। এটি ছাড়া জীবন অচল বললে খুব বেশি বলা হবে না। পুরো বিশ্ব এখন নির্ভর করে এ ডিভাইসের ওপর। সব শ্রেণী ও পেশার মানুষের কাজকে প্রযুক্তির অভিনব এ আবিষ্কার করেছে সহজ।
কম্পিউটার ব্যবহারের সময় অনেক কমান্ড দিতে হয়। এক্ষেত্রে কিছু কৌশল জানা থাকলে আরও দ্রুত কাজ করা যায়। এতে সময় বাঁচে, কাজেও গতি আসে।
এমন অনেক কৌশলের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজকে সহজ করার তিনটি কৌশল তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।
[b]দ্রুত ‘properties’ মেন্যু চালু[/b]
কোনো ফোল্ডারের তথ্য জানতে অনেক সময় properties মেন্যু চালুর প্রয়োজন হয়। সাধারনত মাউসের রাইট বাটন ক্লিক করে মেন্যুটিতে যাওয়া হয়।
তবে আরও দ্রুত এটি চালু করতে কিবোর্ডের ‘alt’ কি চেপে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করতে হবে। তাহলে মেন্যুটি ওপেন হয়ে যাবে।
[b]স্টার্ট মেন্যুতে রিসাইকেলবিন যোগ করা[/b]
অনেক সময় ডেক্সটপে থাকা রিসাইকেলবিনকে স্টার্ট মেন্যুতে নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য রিসাইকেলবিন আইকনে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে।
তারপর ‘pin to start’-এ ক্লিক করতে হবে। তাহলে স্টার্ট মেন্যুতে রিসাইকেলবিন যুক্ত হযে যাবে।
[b]কিবোর্ড দিয়ে টাস্কবার নিয়ন্ত্রণ[/b]
দ্রুত অ্যাপ্লিকেশন চালুর জন্য টাস্কবারে অনেক অ্যাপের শর্টকার্ট আনা হয়ে থাকে। মাউস ছাড়া কিবোর্ড ব্যবহার করে দ্রুত অ্যাপটি ওপেন করতে উইন্ডোজ কি ব্যবহার করে তা করা যাবে। এ জন্য উইন কি স্পেস করে নম্বর চাপতে হবে। তাহলে নম্বরের ক্রম অনুযায়ী অ্যাপটি চালু হয়ে যাবে।
ধরুন টাস্কবারের প্রথমে আছে ক্রোম ব্রাউজার। সেটা ওপেন করতে Win key + 1 চাপতে হবে।
আমার সাইটঃ http://trickround.com
মন্তব্য করুন