Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 3  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ফেসবুকের ভিডিও অটোপ্লে কিভাবে বন্ধ করবেন?

এয়ারপোর্ট কিংবা বাসস্ট্যান্ড অথবা জনসমাগম আছে এরকম যেকোন জায়গায় আপনি মোবাইলে ফেসবুক ব্যবহার করছেন আর মোবাইল স্ক্রল করার সাথে সাথে যে ভিডিও আসছে তাই প্লে হয়ে যাচ্ছে। আসেপাশের মানুষ সবাই বিরক্তিকর চোখে আপনার দিকে তাকাচ্ছে বারবার। আপনিও বিব্রত হচ্ছেন। এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে আর এর প্রতিকার আপনার জানা না থাকে তাহলে এই ব্লগটি আপনার জন্যই। আসুন জেনে নেই কিভাবে এই ভিডিও অটোপ্লের হাত থেকে বাঁচতে পারি। মাত্র কয়েকটি ধাপ আপনাকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পারে।

ধাপ-০১ঃ

মোবাইল ফেসবুকের মেনুতে যান, তারপর Settings & Privacy থেকে Settings মেনুটি নির্বাচন করুন, নিচের ছবির মত।

e-HostBD Hosting Service

ফেসবুক

ধাপ-০২ঃ

তারপর Media and Contacts নির্বাচন করুন।

মেডিয়া এন্ড কন্টাক্ট

ধাপ-০৩ঃ

এবার Autoplay অপশনটি নির্বাচন করুন, নিচের ছবি দেখুন না পেয়ে থাকলে।

অটোপ্লে

ধাপ-০৪ঃ

তারপর Never Autoplay Videos অপশন সিলেক্ট করে বেরিয়ে আসুন।

নেভার প্লে

ব্যস, হয়ে গেল। আপনাকে আর বিব্রতকর অবস্থায় পরতে হবে না। নিরবে ফেসবুক ব্যবহার করে যান কারও বিরক্তি উতপাদন না করেই। ধন্যবাদ সবাইকে।

কন্টেন্ট ক্রেডিটঃ রেডিটুরিডিং.কম

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন