সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আবারও আসলাম আপনাদের সামনে। আজকে একটা ছোট টিপস নিয়ে হাজির হলাম। জানিনা কতটুকু আপনাদের কাজে লাগবে তবে আমার অনেক কাজে লেগেছে।
আমার স্যামসাং ফোনে নেটওয়ার্ক সমস্যা ছিল। নেটওয়ার্ক টাওয়ার একেবারেই কম পেত। এতে একটু দূরে গেলেই দেখতাম মোবাইল এর টাওয়ার একটা বা দুইটা পেত। ঠিক মত কথা বলা বা শোনা যেত না। পরে নেট ঘেটে একটা সমাধান পেলাম। তাই ভাবলাম আপনাদের ব্যাপারটা জানাই যদি আপনাদের কন উপকারে আসে।
মোবাইল এর নেটওয়ার্ক সমস্যা দূর করতে সামান্য একটা সেটিং পরিবরতন করতে হবে।
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড এর ফোনের সেটিংস এ যান তারপর নিছের ছবির মত
Connections এ ক্লিক করুন
এর পর নিছের ছবির মত Mobile Networks এ ক্লিক করুন।
এরপর দেখবেন Network Mode SIM 1 এবং Network Mode SIM 2 নামে দুইটা অপশন শো করবে।
এখানে আপনি যে সিম টা কথা বলার জন্য ব্যাবহার করবেন সেখানে 2G নির্বাচন করুন। দেখবেন আপনার ফোনের নেটওয়ার্ক ফুল চলে আসছে। তবে এই অবস্থায় আপনি ইন্টারনেট এর গতি একদমই পাবেন না।
তাই আমি বলব আপনি যখন নেট ব্যাবহার করবেন তখন 3G/4G/LTE নির্বাচন করবেন আবার অন্য সময় 2G নির্বাচন করবেন।
তবে আমি যেটা করি সেটা হলে যেই সিম দিয়ে কথা বলি সেটার ক্ষেত্রে 2G নির্বাচন করে রাখি। আর বাকিটা 3G/4G/LTE নির্বাচন করে রাখি নেট ব্যাবহার করার জন্য।
এখানে আমি স্যামসাং ফোনের এর সেটিংস দেখালাম। এই সেটিংস ফোনে ভেদে ভিন্ন হতে পারে।
এখন আপনি দেখেন কি করবেন। আমার এই টিপস যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে আমার ভাল লাগবে। আল্লাহ হাফেজ।
মন্তব্য করুন