Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 7  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে ? নিয়ে নিন সমাধান।

বন্ধুরা কেমন আছেন সবাই? পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডে অনেক সময় ফাই ফাইরাসের কারণে সকল ধরনের ফাইল/ডেটা হিডেন হয়ে যায়। যার ফলে কোন ফাইল অথবা ফোল্ডার দেখা যায় না। কিন্তু জায়গাগুলো ঠিকই দখল করে রাখে। এতে করে কনেক ব্যবহারকারী মনেকরে যে, ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলেট হয়ে গিয়েছে। আসলে আপনার স্টোরে রাখা ফাইলগুলো যেখানে রেখেছিলেন ঠিক সেই খানেই আছে ।

শুধুমাত্র ভাইরাসের কারণে এগুলো আর দেখা যাচ্ছে না। তাছাড়াও এইসব ফোল্ডারগুলো EXE নামে ফাইল তৈরী হয়ে আছে। যার জন্য আপনার মেমোরীকার্ড অথবা পেনড্রাইটি ফরমেট দিতে হবে। কিন্তু এতে আপনার সকল মূল্যবান ফাইল/ডেটা মুছে যাবে। যাকে বলে সর্বনাশের আধা/আধি। বন্ধুরা দু:চিন্তার কোন কারণ নেই। আপনি শুধু আমার এই টিপসটি অনুশোন করুন। আসাকরি আপনার খুব কাজে আসবে। বন্ধুরা ভালো থাকবেন সবাই।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

e-HostBD Hosting Service

ঘুরে আসুন আমার ওয়েব সাইট থেকে

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন