টিউন সংক্রান্ত
- অ্যানিটেক টিউন একটি টেকনোলজি ভিত্তিক ব্লগ। তাই সকল টিউন অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল, বিজ্ঞান, প্রযুক্তি ও মানসম্মত টিউন অ্যানিটেক টিউন এ প্রধান্য পাবে।
- অ্যানিটেক টিউনে প্রকাশিত সকল টিউন এর মূল ভাষা অবশ্যই বাংলায় হতে হবে এবং টিউন এ কমপক্ষে ৫০/৬০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, সামান্য ইংরেজি ভাষা থাকতে পারে তবে ইংরেজি বাতিত অন্য কোন ভাষায় টিউন করা যাবে না।
- ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
- টিউন করার সময় টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করার চেষ্টা করুন।
- বিভিন্ন প্রকার সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না তবে অন্য কোথাও আপলোড করে লিংক দেওয়া যাবে। কেউ ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি অন্য কোথাও আপলোড করে লিংক দিলে অ্যানিটেক টিউন এ বাপারে দায়ী থাকবে না তবে অ্যানিটেক টিউন সবসময় এই বাপার গুলোকে নিরুৎসাহিত করে।
- হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই টিউন করা যাবে। কিন্তু মনে রাখতে হবে তা যেন কোন ওয়েবসাইট বা কাউকে কেন্দ্র করে নয় অথবা কারো ক্ষতি না করে।
- বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে টিউন প্রকাশ অথবা টিউনের স্থায়িত্ব বা স্থগিতের বাপারে অ্যানিটেক টিউন এর সিদ্ধান্ত প্রধান বলে গণ্য হবে।
- অর্ধেক টিউন করে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।
- টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না।
- নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউন করা যাবে না।
- অন্যের লেখা মানসম্মত কোন টিউন হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তার আগে ঐ লেখকের অনুমতি নিতে হবে অথবা পূর্বে প্রকাশিত ঐ টিউনের লিংক উল্লেখ করতে হবে।
- নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা কোন টিউন যা আগে প্রকাশিত হয়েছিল সেটি লেখক নিজে হুবহু টিউন করতে পারবে। তবে এক্ষেত্রে পূর্বে প্রকাশিত টিউনের লিংক অবশ্যই উল্লেখ করতে হবে।
- কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক(Short Link) দিয়ে টিউন করা যাবে না।
- টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
- অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে।
- চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার টিউন করা যাবে না।
- জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক টিউন প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে টিউন করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
- প্রচারণা ও প্রমোশনের উদ্দেশ্যে কোন টিউন করলে এক্ষেত্রে টিউন প্রকাশে অ্যানিটেক টিউন এর সিদ্ধান্ত প্রধান বলে গণ্য হবে। তবে এক্ষেত্রে অ্যানিটেক টিউন এর এডভার্টাইজিং বিভাগ এর সহয়তা নিতে পারেন। ইমেইল: advertising@anytechtune.com
- ডলার কেনা অথবা বেচা উভয় টিউনের টিউনকারিকে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই কমেন্টকারিকেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।
- প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
- অশ্লীল এবং অনৈতিক কোন বিষয়ে টিউন করা যাবে না।
- কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো কিছু যেমন: ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
- ধর্ম এবং সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এ ধরনের লেখাও টিউনে থাকা যাবে না। এ বিষইটি অ্যানিটেক টিউন খুবই গুরুত্তের সঙ্গে বিবেচনা করে।
- অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
মন্তব্য সংক্রান্ত
- কাউকে গালিগালাজ অথবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না (টিউনকারি কিংবা অন্য কেউ)।
- অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
- মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
- মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
- মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব অ্যানিটেক টিউন বহন করে না।
মন্তব্য অ্যাপ্রোভ সংক্রান্ত
- প্রচারণার উদ্দেশে মন্তব্ব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক সরাসরি প্রকাশ করা যাবে না।
- মন্তব্য অবশ্যই তথ্য সমৃদ্ধ ও পোস্টের সাথে রিলিভেন্ট হতে হবে।
- মন্তব্য অ্যাপ্রোভ করার জন্য মন্তব্ব্যে কোন প্রকার লিঙ্ক দেয়া যাবে না তবে যদি পোস্টের সাথে আপনার লিঙ্ক রিলিভেন্ট হয় সেক্ষেত্রে অ্যাপ্রোভ এর জন্য বিবেচনা করা হতে পারে।
- আপনি ওয়েবসাইট অপশন এ আপনার সাইট এর লিঙ্ক দিতে পারেন।
আইডি ও নাম সংক্রান্ত
- আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য কোন টিউনকারির নামকে হেয় করে।
- বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
- সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন আইডি ও নাম ব্যবহার করা যাবে না।
সতর্কীকরণ
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য অ্যানিটেক টিউন যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনকারির আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।