সবাইকে শুভেচ্ছা জানি সুরু করতেছি। আজকে একটা বই এর খোঁজ দিবো। আমাদের কম বেশি সবাইকে Grammar পরতে হয়েছে এবং এখনো অনেককে পড়তে হয়। তবে যারা এখন ছোট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এখানে English Grammar এর অনেক খুটি নাটি দেয়া আছে। আশা করি সবার উপকারে আসবে। বইটির নাম Logical English Grammar Strategy । যাদের দরকার নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। আমি অনেক খোঁজা খোঁজই করে পেয়াছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কাজে লাগে। সবাই ভালো থাকবেন। এখানে কিছু Basic Grammar নিয়ে আলচনা করা হয়েছে। একবার হলেও পরে দেখবেন এতে লেখকের কষ্ট কিছটা হলেও সার্থক হবে। লেখকের নাম বলে জানাতে পারলাম না।
মন্তব্য
I am learning grammar
ভাই ডাউনলোড হয় না