আজ একুশে ফেব্রুয়ারি। আমাদের মাতৃভাষা দিবস। আজকের এই দিনে আমাদের এই ভাষার জন্য যারা জীবন দান করে গেছেন তাদেরকে স্মরণ করছি নত শিরে। কারন তারা সেদিন প্রান না দিলে হইত আজকে আমরা বাংলা ভাষায় লিখতে কিংবা পড়তে বা কথা বলতে পারতাম না। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষা দিবস পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের মর্যাদা। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের কাছে উপহার দিলাম একটি বাংলা টু ইংলিশ ডিকশনারি। এতদিন তো পরেছেন ইংলিশ টু বাংলা ডিকশনারি কিন্তু আজ পড়ুন বাংলা টু ইংলিশ ডিকশনারি। সবাইকে আবারো আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সব জাইগায় বাংলা ভাষা বাবহারের চেষ্টা করবেন। নিছে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের উপহার বাংলা টু ইংলিশ ডিকশনারির লিঙ্ক দিলাম। ডাউনলোড করে নিন। আমি এক জাইগা থেকে পেয়েছিলাম এবং সেটাই হুবহু আপনাদের হাতে তুলে দিলাম।
মন্তব্য করুন