আমার মনে হয় আমাদের বেশির ভাগ লোকের কাছে বাংলাদেশ সংবিধান নেই। এই সংবিধান নিয়ে কত মারা মারি, কতো গণ্ডগোল হয়ে গেল এবং কতো লোকের প্রান গেল এই সংবিধান নিয়ে। তাই ভাবলাম জেটা নিয়ে এত ঝামেলা সেটা অন্তত সবার কাছে থাকা দরকার। তাছাড়া বাংলাদেশি হিসাবে সবার নিজের অধিকার সম্পর্কে জানতে হলে এই সংবিধান সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার। যাহোক বেশি কথা বলে আর লাভ নেই। না পরলেও অন্তত ডাউনলোড করে রাখুন আমাদের এই সংবিধান। নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
মন্তব্য
হায়রে সংবিধান, তুই কতই রঙ্গ দেখাইলি।
goot