বাংলা বই পড়ার মানুষ আগে নেহাৎ কম ছিলো না। ছোট সময় দেখতাম চাচা, মাম ও আন্টিরা সেলফ এর তাঁকে সারি-সারি করে বই সাজিয়ে রাখতে। অবসর সময়ের কোন এক সময় দেখা যেতে বই নিয়ে বসে মুখে বিড়-বিড় করতে, ভাবতাম আসলে তারা কেমন মানুষ!
সত্যিই কি বই পড়তে এতো ভালো লাগে। আসলে বয়স টা ছিলো কম তাই চিন্তা ভাবনাও ছিলো বোকার মতো। যখন ৮ম শ্রেনীতে উঠলাম, তখন বই কিনে পড়া একটা ট্রেন্ড চালু হয়ে গেছিলো, যেটা প্রায় ২-৩ বছর স্থায়ী ছিলো। এই সময়গুলোর মধ্যে সৃষ্টি হয়ে গেছিলো বইয়ের প্রতি ভালোবাসা, গল্প পড়তে পড়তে বইয়ের মাঝে হারিয়ে যাওয়া। নিজেকে গল্পের প্রধান চরিত্রে মনের মাঝে যায়গা দেওয়া। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত সেই ধারা অব্যহত রয়েছে।
কিন্তু বর্তমান সময়ের চিত্র খুবই ভায়াবহ। এখান আর আগে মতো ভালো কিছু করার ট্রেন্ড দেখি না। যুবসমাজ এর সিংহভাগ ইলেক্ট্রনিক গ্যাজেট এর উপর নির্ভশীল হয়ে উঠেছে। যেটি আস্তে আস্তে তাদের কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারন এই জিনিস গুলোর সঠিক ব্যাবহার না করে অপব্যাবহার করছে। আর এই ডিভাইসগুলোর মধ্যে মোবাইল ফোন অন্যতম। যুগের সাথে সাথে তাল মিলিয়ে বইয়ের ধরন ও পরিবর্তন হয়েছে, এখন যেকোন বই মোবাইলেই পড়া যায়, যার ফরমেটের নাম PDF ফরমেট।
আর এই কথা মাথায় রেখেছি, একদল তরুণ উদ্দ্যেক্ততা যুবসমাজ কে সঠিক পথ দেখাতে তৈরি করেছে, ডিজিটাল বাংলা বই এর লাইব্রেরী “BANGLA BOOK PDF – বাংলা বই ডিজিটাল লাইব্রেরী”
এই বাংলা লাইব্রেরীর সুবিধাঃ
১) যে কোন বই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
২) ডাউনলোড করার আগে প্রয়োজনে পড়ে নিতে পারবেন।
৩) একটি ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।
৪) প্রায় ১ লক্ষের ও অধিক বাংলা বই যুক্ত করা রয়েছে।
তরুন সমজের জন্য কিছু বই শেয়ার করলাম যা আমার নিজের ভালো লেগেছে, পড়ে দেখবেন অবশ্যই, ইনশাল্লাহ পরিবর্তন মাত্র সময়ের ব্যাপার।
১) ১০০০+ইসলামিক বই PDF
2) ডা. খোন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর এর সকল বই একসাথে PDF
3) কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত বই
4) ছোট গল্পগুচ্ছ
5) হিমু সিরিজের সকল বই
ধন্যবাদ পাঠক প্রিয়। আপনাদের জানামতে আরো কোন ভালো প্লাটফর্ম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মন্তব্য করুন