হেলো বন্ধুরা কেমন আছেন। ভালো থাকারেই কথা। আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই হয়তো জানেন। তবে যারা জানেন না তাদের জন্য এ পোস্ট। আমরা যখন নেট ববহার করি তখন অনেক কারনে বিভিন্ন সাইট রেজিস্ট্রেশান করতে হয়। কিন্তু সব সাইট এর password & username মনে রাখা অনেক কথিন। এ জন্য আমরা ব্রাউজার এ এই password save করে রাখি। কিন্তু অন্য কেউ যদি এই ব্রাউজার ব্যবহার করে তাহলে আপনার password তারা জেনে যেতে পারে। এ জন্য যদি আপনি আপনার ব্রাউজার মোজিলা তে master password set করে রাখেন তা হলে কেউ আর আপনার এই ব্রাউজার ব্যবহার করতে পারবে না কারন ক্লিক করলে password চাইবে। master password set করতে আপনার মোজিলা ব্রাউজার এর অপশন এ গিয়ে ক্লিক করলে নিছের ছবির মতো উইন্ডো ইপেন হবে। তারপর আমার মনে হয় আর বলতে হবে না।
মন্তব্য করুন