আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আর অন্যদের শুভেচ্ছা জানিয়ে সুরু করছি আজকের পোস্ট। কাজের জন্য অনেক ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করতে হই এবং সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব নয় বলে আমরা পাসওয়ার্ড গুলো ব্রাউজার এ সেভ করে রাখি। কিন্তু কোন কারনে যদি আপনি কি পাসওয়ার্ড দিএছেন ওটা জানা দরকার হয় সেক্ষেত্রে সেই পাসওয়ার্ড গুগল ক্রম থেকে কি করে বের করতে হয় আজ তা শিখে দিচ্ছি। এর জন্য আপনার গুগল ক্রম ব্রাউজার এর সেটিং এ যান এবং নিছের ছবির মতো show advanced setting এ ক্লিক করুন।
এর পর নিছের ছবির মতো Managed saved passwords এ ক্লিক করুন।
দেখবেন নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখন যে সাইট এর পাসস্বরদ দেখতে চান সেখে মাউস রেখে ক্লিক করুন তারপর show ক্লিক করুন দেখবেন পাসওয়ার্ড শো করবে।
মন্তব্য করুন