আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কথা বলব তাদের নিয়ে যারা আমার মতো প্রবলেম ফেচ করেছেন। আমি আমার অফিস এর এক পিসিতে অভ্র ইন্সটল দিয়ে পরে গিয়েছিলাম এক প্রবলেম এ। অভ্র ইন্সটল দেয়ার পর মোজিলা তে সব বাংলা লেখা হিযিবিযি দেখাচ্ছিল। এখন কি করি।আম্রা যা জানা ছিল টা দিয়ে ট্রাই করলাম কিন্তু কাজ হল না। পরে অনেক খুজে একটা সমাধান পেলাম। সেটাই আজকে শেয়ার করবো।
প্রথমে মোজিলা ওপেন করে অপশন এ গিয়ে Content মেনুতে ক্লিক করুন। এরপর নিছের ছবির মতো Siyam Rupali select করুন।
এরপর advanced মেনুতে ক্লিক করে নিছের ছবির মতো সব সেট করুন।
এরপর অ্যাড্রেস বার এ টাইপ করুন about:config এবং এন্টার প্রেস করুন।
এখন নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে। এখানে I’ll be careful, I promise! এ ক্লিক করুণ।
এরপর যে পেজ ওপেন হবে ওইখানে সার্চ অপশন এ beng লিখে ক্লিক করুণ।
এখানে ছবির মতো Siyam Rupali অ্যাড করে দিন। অ্যাড করতে টেক্সট এর উপর ক্লিক করুণ তাহলে উইন্ডো ওপেন হবে ওইখানে Siyam Rupali অ্যাড করে দিন।
দেখবেন ফন্ট নিয়ে আর প্রবলেম হবে না।
তবে অবশ্যই অভ্র ইন্সটল থাকতে হবে।
মন্তব্য
many many thanks for this post.এটা নিয়ে প্রায় সবাই কম বেশি ঝামেলাই থাকে।
কাজের একটা পোস্ট। আমিও এটা নিএ যহামেলাই পরেছিলাম
আচ্ছা অন্ন কন ফন্ট ব্যবহার করা যাবে না।