Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Avro install দেয়ার পর মোজিলাতে ফন্ট প্রবলেম? আজকে দিয়ে দিচ্ছি এর স্থায়ী সমাধান(মেগা পোস্ট)

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কথা বলব তাদের নিয়ে যারা আমার মতো প্রবলেম ফেচ করেছেন। আমি আমার অফিস এর এক পিসিতে অভ্র ইন্সটল দিয়ে পরে গিয়েছিলাম এক প্রবলেম এ। অভ্র ইন্সটল দেয়ার পর মোজিলা তে সব বাংলা লেখা হিযিবিযি দেখাচ্ছিল। এখন কি করি।আম্রা যা জানা ছিল টা দিয়ে ট্রাই করলাম কিন্তু কাজ হল না। পরে অনেক খুজে একটা সমাধান পেলাম। সেটাই আজকে শেয়ার করবো।
প্রথমে মোজিলা ওপেন করে অপশন এ গিয়ে Content মেনুতে ক্লিক করুন। এরপর নিছের ছবির মতো Siyam Rupali select করুন।

 

avrofontprob01

e-HostBD Hosting Service

এরপর advanced মেনুতে ক্লিক করে নিছের ছবির মতো সব সেট করুন।

avrofontprob02

 

এরপর অ্যাড্রেস বার এ টাইপ করুন about:config এবং এন্টার প্রেস করুন।
এখন নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে। এখানে I’ll be careful, I promise! এ ক্লিক করুণ।

 

avrofontprob03
এরপর যে পেজ ওপেন হবে ওইখানে সার্চ অপশন এ beng লিখে ক্লিক করুণ।
এখানে ছবির মতো Siyam Rupali অ্যাড করে দিন। অ্যাড করতে টেক্সট এর উপর ক্লিক করুণ তাহলে উইন্ডো ওপেন হবে ওইখানে Siyam Rupali অ্যাড করে দিন।

 

avrofontprob04
দেখবেন ফন্ট নিয়ে আর প্রবলেম হবে না।
তবে অবশ্যই অভ্র ইন্সটল থাকতে হবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন