আমরা অনেকে অনেক ব্রাউজার ব্যবহার করি। তবে কেউ যদি গুগল ক্রম ব্যবহার করেন এবং এতে ফন্ট এর কন প্রবলেম হয় মানে হল বাংলা লেখা হিযিবিযি দেখায় তাহলে আদিকে আসুন সমাধান দিচ্ছি। গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন। এরপর সেটিং মেনু তে জান। এখন নিছের ছবির দিকে খেয়াল করুন। এখানে customize fonts এ ক্লিক করুন।
এবার ফন্ট পরিবর্তনের পালা। এবার নিছের ছবির দিকে খেয়াল করুন এবং ছবির মত সব ফন Siyam Rupali করে দিন এবং Encoding ছবির মত করে দিন। সবশেষে Done এ ক্লিক করে বের হএ আসুন।
আপনার যদি পিসিতে অভ্র ইন্সটল দেয়া থাকে তাহলে Siyam Rupali font ওইখানে দেয়া থাকে তবে না থাকলে গুগল সার্চ করে Siyam Rupali font ডাউনলোড করে ইন্সটল করুন বা কপি করে আপনার পিসির কন্ট্রোল প্যানেল এ ঢুকে ফন্ট নামে একটা ফোল্ডার আছে ওইখানে পেস্ট করে দিন।
আপনি চাইলে এখান থেকে সব ফন্ট ডাউনলোড করতে পারবেন।
মন্তব্য
থাঙ্কস ফর থিস পোস্ট। খুবই দরকারি একটা পোস্ট