আমারা যারা গুগল ক্রম ব্যবহার করি তাদের জন্য একটা টিপস নিয়ে আলাম আর সেটা হল incognito মুড এ ইন্টারনেট ব্রাউস করা। মানে হল আমরা যখন অন্য কোথাও বা বন্ধুর বাসায় ইন্টারনেট ব্রাউস করি তখন আমাদের ব্রাউস হিস্ট্রি ঐ ব্রাউজার এ সেভ হয়ে থাকে। কোন কারনে cache clear করতে ভুলে গেলে যেকোনো কেউ জেনে যেতে পারে আপনি কি সাইট ব্রাউস করেছেন বা পাসওয়ার্ড। তাই আপনি যদি incognito মুড এ ব্রাউস করেন তাহলে এগুলো আর সেভ হয়ে থাকবে না। incognito মুড এ ব্রাউস করার নিয়ম হল সেটিং থেকে নিছের ছবির মতো New incognito window এ ক্লিক করুণ তাহলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে ব্রাউস করুণ আর নিশ্চিন্তে থাকুন।
মন্তব্য করুন