আমরা জানি যে গুগল ক্রম এর ব্যাকআপ আলাদা ভাবে নিতে হয় না কারন আপনি যদি কোন জিমেইল অ্যাকাউন্ট এ লগিন করেন তাহলে ওইখানে অটো ভাবে সব ব্যাকআপ নিয়ে রাখে জিমেইল। আপনি যদি speed dial ব্যবহার করতে চান তাহলে বলব fvd speed dial plugin তা ব্যবহার করুণ। কারন আমার দেখা মতে এটি একটি ভালো প্লাগিন। যাহোক আজ দেখাবো কি করে FVD speed dial যে বুকমার্ক গুলো থাকে সেগুলোর ব্যাকআপ কিভাবে নিবেন। প্রথমে প্লাগিন টি ইন্সটল করুণ। ইন্সটল করতে নিছের লিঙ্ক এ ক্লিক করুণ।
এরপর নিছের ছবির মতো জাইগায় ক্লিক করুণ।
এরপর যে উইন্ডো ওপেন হবে ওইখান থেকে Global settings এ ক্লিক করুণ।
এখন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে।
এখানে দেখুন Export & Import নামে অপশন আছে। আপনি যদি ব্যাকআপ রাখতে চান তাহলে এক্সপোর্ট এ ক্লিক করে নিছের ছবির মতো কাজ করুণ।
মানে হল copy to clipboard এ ক্লিক করে ডাটা গুলো যেকোনো জাইগায় সেভ করে রাখুন। এরপর যদি কখন ব্যাকআপ রিষ্টর করতে চান তাহলে import এ ক্লিক করে ঐ কপি করে ফালি গুলো এখানে পেস্ট করে সেভ করে বের হয়ে আসুন ব্যাস কাজ ওকে। দেখবেন আপনার আগের বুকমার্ক গুলো ফিরে আসছে।
মন্তব্য করুন