সবাইকে শুভেচ্ছা জানি আজকের পোস্ট সুরু করতেছি। কেমন কাতল ভালবাসা দিবস। আশা করি ভালবাসা দিবস সবার ভালো কেটেছে। যাহোক কাজের কথায় আসি। আজকে মোজিলা ফায়ারফক্স এর একটা addons নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমাদের কজের সময় অনেক ক্ষেত্রে IP পরিবর্তন করার দরকার পরে এবং এর জন্য আমরা অনেক সফটওয়্যার ব্যবহার করি IP পরিবর্তন করার জন্য কিন্তু আপনি চাইলে এই কাজটি করতে পারেন একটা addons ব্যবহার করে। ফলে আপনাকে আর আলাদা ভাবে কোন সফটওয়্যার ব্যবহার করতে হল না। যাহোক addons টির নাম হল anonymox.
নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
এরপর নিছের ছবির মতো অ্যাক্টিভ এ ক্লিক করুণ তাহলে অ্যাক্টিভ এবং এখানে মাত্র কয়েকটি দেশের IP ব্যবহার করতে পারবেন। pro কিনলে সব শুবিধা পাবেন তবে ফ্রী তে যে কইটা পাওয়া জাই সেটাই ভালো।
মন্তব্য
thanks for post