সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যদি বিষয় টি অনেক সামান্য কিন্তু অনেক কাজের। আমরা যখন কোন ব্রাউজার এ ইন্টারনেট ব্রাউস করি তখন কাজের সুবিধার জন্য অনেক ট্যাব চালু করতে হয় বা খুলতে হয়। কিন্তু কোন কারনে যদি ভুল করে কোন ট্যাব বন্ধ করে ফেলেন কিন্তু এখনও ওইখানে কাজ আছে বা দরকার আছে বা অনেকে আগে একটা ট্যাব বন্ধ করেছেন দরকার নাই বলে কিন্তু এখন দরকার হচ্ছে তখন আপনাকে আবার ঐ অ্যাড্রেস এ যেতে নতুন ট্যাব খুলে অ্যাড্রেস টাইপ করতে হয় বা হিস্টরি থেকে আবার ঐ অ্যাড্রেস এ যেতে হয় বা যদি বুকমার্ক করা থাকে তাহলে সেখান থেকে যেতে হয়। এতে অনেকে সময় ব্যায় হয় বা কষ্ট করতে হয়। কিন্তু আপনি চাইলে এই কাজটি সহজেই করতে পারেন। আমি আজ আপনাকে এমন এক শর্টকাট শিখিএ দিবো যেটা দিয়ে সহজেই বন্ধ করা ট্যাব ফিরে আনতে পারবেন। এই শর্টকাট সব ব্রাউজার এ কাজ করে। বন্ধ করা কোন ট্যাব ফিরিয়ে আনতে ctrl এবং shift কি চেপে ধরে রেখে T বাটন প্রেস করুন দেখবেন সর্বশেষ যে ট্যাব টি বন্ধ করেছে ওইটা ওপেন হবে বা চালু হবে এরপর আবার T প্রেস করলে তার আগে যে ট্যাব বন্ধ করেছেন সেটা চালু হবে। এভাবে জতবার T প্রেস করবেন ততো বার আপনার বন্ধ করা ট্যাব চালু হতে থাকবে। আপনি এটি মাউস দিয়েও করতে পারবেন। এর জন্য ব্রাউজার সেটিং এ গিয়ে দেখুন অপশন আছে।
যাহোক আজ এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন।
মন্তব্য করুন