আবারো হাজির হলাম আরও একটা Important সফটওয়্যার নিয়া। জানিনা আপনাদের কতটা কাজে দিবে কিন্ত তা আমার মনে হল খুব ভালো একটা সফটওয়্যার তাই পোস্ট লিখতে বসলাম। আমরা জানি Mozilla Firefox একটি পপুলার ব্রাউজার। বলা যাই ৪০/৫০ % মানুষ এই ব্রাউজার ব্যবহার করে থাকেন। তবে প্রবলেম যেটা হল আমরা যখন উইন্ডোজ setup করি তখন বুকমার্ক সহ সব কিছু চলে যাই জয়া খুবই বিরক্তিকর। তাই আজ নিয়া এলাম এর একটা সমাধান। আমি আমন একটা সফটওয়্যার দিবো জয়া দিয়া আপনি Mozilla Firefox এর বুকমার্ক থেকে সুরু করে সব কিছুর ব্যাকআপ রাখতে পারেন। তাহলে মুল কথাই আসা যাক। মুল কথা বলতে এখন সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখানে একটা সুবিধা হল আপনি ব্যাকআপ ফাইল password দিও রাখতে পারেন।
ডাউনলোড এর জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
Download Link
ডাউনলোড করারা পর ইন্সটল দিয়া ব্যাকআপ রাখুন। তবে মনে রাখবেন যখন ব্যাকআপ নিবেন তখন ব্রাউজার অফফ রাখবেন
আর যখন backup restore করবেন তখন Restore a profile এ টিক দিয়ে next ক্লিক করবেন এবং যেখানে আপনি backup file টি রেখেছেন সেই ফাইল টি শো করে দিবেন।
আজ এখানাই। আল্লাহ হাফেয।
মন্তব্য করুন