

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আবারও আসলাম আপনাদের সামনে। আজকে একটা ছোট টিপস নিয়ে হাজির হলাম। জানিনা কতটুকু আপনাদের কাজে লাগবে তবে আমার অনেক কাজে লেগেছে। আমার স্যামসাং ফোনে নেটওয়ার্ক সমস্যা ছিল। নেটওয়ার্ক টাওয়ার একেবারেই […]
এয়ারপোর্ট কিংবা বাসস্ট্যান্ড অথবা জনসমাগম আছে এরকম যেকোন জায়গায় আপনি মোবাইলে ফেসবুক ব্যবহার করছেন আর মোবাইল স্ক্রল করার সাথে সাথে যে ভিডিও আসছে তাই প্লে হয়ে যাচ্ছে। আসেপাশের মানুষ সবাই বিরক্তিকর চোখে আপনার দিকে তাকাচ্ছে বারবার। আপনিও বিব্রত হচ্ছেন। এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে আর এর প্রতিকার আপনার জানা না থাকে তাহলে এই ব্লগটি আপনার জন্যই। আসুন জেনে নেই কিভাবে এই ভিডিও অটোপ্লের হাত থেকে বাঁচতে পারি। মাত্র কয়েকটি ধাপ আপনাকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পারে।
ধাপ-০১ঃ
মোবাইল ফেসবুকের মেনুতে যান, তারপর Settings & Privacy থেকে Settings মেনুটি নির্বাচন করুন, নিচের ছবির মত।
ধাপ-০২ঃ
তারপর Media and Contacts নির্বাচন করুন।
ধাপ-০৩ঃ
এবার Autoplay অপশনটি নির্বাচন করুন, নিচের ছবি দেখুন না পেয়ে থাকলে।
ধাপ-০৪ঃ
তারপর Never Autoplay Videos অপশন সিলেক্ট করে বেরিয়ে আসুন।
ব্যস, হয়ে গেল। আপনাকে আর বিব্রতকর অবস্থায় পরতে হবে না। নিরবে ফেসবুক ব্যবহার করে যান কারও বিরক্তি উতপাদন না করেই। ধন্যবাদ সবাইকে।
কন্টেন্ট ক্রেডিটঃ রেডিটুরিডিং.কম