

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) গুগল ক্রোমে কখনো ওয়েব পেজ দেখাতে কিংবা নতুন ট্যাব খুলতে গিয়ে থেমে (ক্রাশ বা ফ্রিজ) যেতে পারে। কয়েক ধাপে ক্রোমের এই সমস্যা দূর করা যায়। এ জন্য প্রথমেই লোকাল স্টেট ফাইলের কাস্টম সেটিংস […]
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট লিখা সুরু করছি। অনেকদিন ধরে পোস্ট লেখা হচ্ছে না। কাজের চাপে ঠিক মতো সময় দিতে পারছি না। আজ একটু সময় পেলাম তাই ভাব্লাম কিছু লিখি। আজ যে বিষয় নিয়ে লিখবো আমার বিশ্বাস এটি অনেকেই জানেন তবে জারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। আমরা ব্রাউজার এ অনেক পাসওয়ার্ড সেভ করে রাখি তাই আমাদের অনেক পাসওয়ার্ড মনে থাকে না। কোন কারনে কোন পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আগের পাস ওয়ার্ড দিতে হয় সে ক্ষেত্রে আমাদের আগের পাস ওয়ার্ড জানার দরকার হয়। তাই আপনি চাইলে মোজিলা তে সেভ করা পাস ওয়ার্ড দেখতে পারবেন। এর জন্য যা করতে হবে তা হল প্রথমে মোজিলা এর অপশন থেকে নিছের ছবির মতো Security মেনুতে ক্লিক করেন। এরপর Save password এ ক্লিক করুন।
এরপর নিছের ছবির মতো show password এ ক্লিক করুন দেখবেন বামে ওয়েবসাইট এর নাম এবং দানে পাসওয়ার্ড দেখাচ্ছে।