

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শেখা ও কাজে লাগানোর কথা চিন্তা করে থাকেন, তবে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি না শিখে থাকেন, তবে এই লেখা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা করি। গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা এখন সবক্ষেত্রে। […]
সবাইকে সালাম জানাচ্ছি। আজকে একটা ইম্পরট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা যারা ফটোশপ এ কাজ করি তাদের অনেকেই ফটোশপ এ বাংলা লিখতে হয়। কিন্তু আমরা যারা অভ্র ব্যবহার করে বাংলা লিখি তাদের একটা বড় প্রব্লেম হল অভ্র দিয়ে ফটোশপ এ লেখা যায় না বা অভ্র ফন্ট ফটোশপ এ সাপোর্ট করে না। আজকে দেখাব কি করে অভ্র দিয়ে ফটোশপ এ লেখা যায়। প্রথমে ফটোশপ এবং অভ্র অন করে রাখুন। এরপর নিছের ছবির মতো অভ্রর সেটিং প্যানেল থেকে বিজয় টেক্সট কনভার্ট বাটনে ক্লিক করুন।
ক্লিক করলে নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে। এখানে কিছু লিখে নিছের কনভার্ট বাটনে ক্লিক করুন, তারপর টেক্সট গুলো কপি করুন।
এরপর ফটোশপ এ টেক্সট গুলো পেস্ট করুন এবং ছবির মতো লিখা গুলো সিলেক্ট করা অবস্থায় ফন্ট সেকশনে গিয়ে Kalpurush ANSI সিলেক্ট করুন। দেখবেন লেখা বাংলা হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।