

আজকের ব্লগে আমরা আলোচনা করবো বিকাশ/রকেট দিয়ে কিভাবে ডোমেইন-হোস্টিং কেনা যায়। ডোমেইন কিঃ যারা ডোমেইন কিনতে এসেছেন তারা অবশ্যই জানেন ডোমেইন কি তাই আর কথা না বাড়িয়ে এতোটুকু বলি ডোমেইন হলো কোনো ওয়েবসাইটের ঠিকানা। আমাদের সাইটিইও গুগল কিংবা […]
সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে সি-পানেল টিপস এর ধারাবাহিক পোস্ট এ দেখাবো কিভাবে সহজেই আপনার ওয়েবসাইট এর সকল ফাইল এর ব্যাকআপ নিবেন। এর আগে দেখিয়েছিলাম ওয়েবসাইট এর ব্যাকআপ নেয়া তবে সেটা ছিল .tar ফরম্যাট এ কিন্তু আজকে দেখাবো .zip ফরম্যাট এ ব্যাকআপ নেয়া। আজকে দেখাবো কি করে সুধু আপনার ওয়েবসাইট এর সকল ফাইল এর ব্যাকআপ নেয়া যায়।
প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল প্যানেল থেকে লগিন করে File manager থেকে public_html এ যান মানে হল যেখানে আপনার ওয়েবসাইট এর সকল ফাইল আছে ওইখানে।
এরপর নিছের ছবির মতো Select all এ টিক দিয়ে সকল ফাইল সিলেক্ট করুন।
এরপর নিছের ছবির গোল দাগ দেয়ে জায়গায় মানে হল Compress এ ক্লিক করুন।
এখন দেখবেন নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে উপরে গোল দাগ দেয়া জায়গায় টিক দিন। আপনি চাইলে অন্য ফরম্যাট এ ও সেভ করতে পারেন।
এখন নিছের গোল দেয়া জায়গায় খেয়াল করুন। এখানে আপনি আপনার ব্যাকআপ এর নাম দিন। না দিলে ডিফল্ট হিসাবে একটা ফাইল এর নাম নিয়ে নিবে।
এখন একটু অপেক্ষা করুন। যখন দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে তখন বুঝবেন আপনার সাইট এর ব্যাকআপ হয়ে গেছে। এখন Cancel বাটন এ ক্লিক করুন।
এখন দেখুন নিছের ছবির মতো একটা জিপ ফাইল তৈরি হয়েছে। না হলে রিলোড দিন।
এখন এই ব্যাকআপ যদি রিষ্টর করতে চান তাহলে ফাইল সিলেক্ট কর Extract এ ক্লিক করুন দেখবেন আপনার সাইট এর সকল ফাইল রিষ্টর হয়ে গেছে। আজকে এখানেই এরপরের পোস্ট এ দেখাবো কি করে ডাটাবেস এর ব্যাকআপ নিতে হয় ইনশাল্লাহ।