আমি যে সফটওয়্যারটির কথা বলছি তা হল Game Maker। এটি খুবই সাধারণ একটা সফটওয়্যার যা দ্বারা আপনি সহজে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য 2D গেম তৈরি করতে পারবেন। এটি ফ্রী। কিন্তু এর সবগুলো সুবিধা পেতে আপনাকে খরচ করতে হবে। এর ফিচার গুলোঃ
- এর ইউজার ইন্টারফেস খুবই সহজ।
- এর আছে বিল্ট-ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- এটিতে অন্য ল্যাঙ্গুয়েজ ( C++, Java etc ) এ তৈরি করা লাইব্রেরী ব্যাবহার করা যায়।
- তৈরি করতে পারবেন অনলাইন গেমও।
আর অনেক ফিচার আছে। আশা করি একবার হলে ট্রাই করে দেখবেন। এই ইঞ্জিনে আমার তৈরি করা একটি গেম খেলতে পারেন। নাম হল Revenge Trap – The Mars Attack। নিচের লিঙ্ক থেকে Game Maker ডাউনলোড করতে পারেন।
https://www.yoyogames.com/legacy
মন্তব্য
very nice post