Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 1  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এইচডি মুভি ডাউনলোড করুন ফ্রী একাউন্ট তৈরী করে

একটি জনপ্রিয় সফটওয়ারের নাম গ্র্যাবোআইডি ভিডিও। এইচডি মানের মুভি ডাউনলোড করার জন্য এই গ্র্যাবোআইডি ভিডিও সফটওয়ারটি দিয়ে যারা এইচডি মানের ভিডিও দেখেছেন তারা নিশ্চয় জানেন হাই কোয়ালিটি মানের ভিডিও দেখার অনুভূতি কেমন।তবে এই সফটওয়ারটি ব্যবহারিক ভিন্নতা রয়েছে।এটা শুধু ডাউনলোড করলেই এইচডি ভিডিও দেখা যাবে না।এর জন্য প্রয়োজন গ্র্যাবো আইডি একাউন্ট খোলা।সফটওয়ারটি ডাউনলোড ছাড়া একাউন্ট খোলা যাবে না।অর্থাৎ ভিডিও দেখার ইন্টারফেস পাওয়ার জন্য সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হয়।তাছাড়া এই ইন্টারফেসের বহুবিধ ব্যবহার রয়েছে।রয়েছে প্রতিটি ভিডিওর আদ্যোপান্ত তথ্য।এর প্রথম বৈশিষ্ঠ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেখার সুবিধা।সারিবদ্ধ ভাবে রয়েছে ক্যাটাগরি বাটন। অ্যাকশন, রোমান্টিক,অ্যাডভেঞ্চার,ক্রাইম,থ্রীলার,হরর,ফ্যান্টাসী,সাইন্স ফিকশন, হিস্টোরিকাল,কমেডিসহ আরো অনেক ক্যাটাগরিনুযায়ী কনটেন্ট বাটন।এসব বাটনে ক্লিক করলে আলাদা আলাদা করে ভিডিওর তালিকা দেখা যাবে। যাতে করে পছন্দনুযায়ী যে কেউ যে কোন ভিডিও সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারে। আরো রয়েছে রিলিজ ডেট,ফরমেট অনুযায়ী ফাইলের পরিমান,অডিয়েন্স জরিপসহ এমন অনেক তথ্যসম্ভার। যা একজন গ্রাহকের প্রয়োজনানুযায়ী সকল তথ্য পেয়ে যাবে এই ইন্টারফেসের ভেতর।পুরানো এইচডি মানের ভিডিও রয়েছে যেমন, তেমনি রয়েছে সদ্য মুক্তি পাওয়া মুভি বা টিভি শো। এখানে আন্তর্জাতিক মানের মুভি বা ভিডিও ছাড়া অন্য কোন ভিডিও দেখা যায় না।এখানে একাউন্ট করার আরেকটি সুবিধা হচ্ছে এই সফটওয়ারের ইন্টারফেসে প্রতিদিন মুভি তালিকায় নতুন ভিডিও সংযোজনের আপডেট জানা যায় নিয়মিত।নিজস্ব ভিডিও একাউন্টে লগিন করার পর সেসব আপডেট গুলো দেখা যাবে।এখানে দু’ক্যাটাগরির সার্ভিস প্রযোজ্য রয়েছে।একটি ফ্রী সার্ভিস অপরটি পেইড সার্ভিস। ফ্রী সার্ভিস সেবা পেতে চাইলে কখনো ভুলেও আপগ্রেড বাটন চাপা যাবেনা। পেইড সার্ভিস পেতে চাইলে আপগ্রেড বাটন চাপতে হবে। এবার আসুন কিভাবে এই ফ্রী সার্ভিসটি উপভোগ করবেন।প্রথমেই সফটওয়ারটি ডাউনলোড করে একটি ফ্রী একাউন্ট করে নিন ।
সফটওয়ারটির ডাউনলোড করে নিন এখান থেকে
পূর্নাঙ্গ ডাউনলোড হয়ে গেলে পিসিতে ইনস্টল করতে হবে।ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সফটওয়ারটির ইন্টারফেসের আইকন দেখা যাবে মনিটরে। গ্র্যাবোআইডি ভিডিও লেখা আইকনে ক্লিক করলেই ইন্টারফেসটি ওপেন হবে।ক্রিয়েট ফ্রী একাউন্ট লেখা বাটনে চাপলেই একটি ডায়ালোগ বক্স আসবে ।যাতে আপনার আইডি ডিটেইল(নাম,ইমেইল,পাসওয়াড)প্রদান করার পর ক্রিয়েট ফ্রী একাউন্ট বাটন চাপতে হবে। এবং ইমেইল ম্যাসেজ ভেরিফাই করে নিতে হবে।আইডি ডিটেইলে প্রদানকৃত আপনার ইমেইল ঠিকানায় ইতিমধ্যে পাঠানো ম্যাসেজটি ভেরিফাই করার পরই একাউন্ট তৈরীর কাজ সম্পন্ন হবে।তবে এই ফ্রী সার্ভিসটি আনলিমিটেড নয়।একটি পিসি এবং একটি ইমেইল ঠিকানা ব্যবহার করে একজন গ্রাহক সর্ব্বোচ্চ দুই জিবি পরিমান এইচডি মানের ভিডিও ফাইল ডাউনলোড করে দেখতে পারবে।নতুন করে ফ্রী সার্ভিস পেতে হলে অন্য পিসি এবং অন্য ইমেইল ঠিকানা ব্যবহার করে উল্লেখিত নিয়মে পুনরায় ফ্রী সার্ভিসটি উপভোগ করতে পারবে ।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন