Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 83  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

মুহাম্মদ জাফর ইকবালের সকল বইয়ের পিডিএফ লিংক। আপনার বইটি ডাউনলোড করে নিন এখনই।

আশা করি সকলেই অনেক অনেক ভালো অাছেন। ভাল থাকেন এই প্রতাশাই করি। বই পড়তে ভালবাসেন না এমন লোক খুজে পাওয়া মুশকিল। আমরা সবাই কোন না কোন ধরনের বই পড়ি। কেউ উপন্যাস, কেউ গল্প, বেউ টেকনোলোজি বিষয়ক বই, আরো নানা রকম বই পড়ি আমরা। সব গুলোই আমাদের প্রয়োজনে।

তাই আপনাদের প্রয়োজনের কথা চিন্তা করে নিয়ে আসলাম মুহাম্মদ জাফর ইকবালের সকল বইয়ের পিডিএফ লিংক।

মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

e-HostBD Hosting Service

একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে; জরিপে অংশগ্রহণকারী ৪৫০ জনের মধ্যে ২৩৫ জনই (৫২.২২%) তার পক্ষে মত দিয়েছে।

বইগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বই গুলো পিডিএফ ফরম্যাট এ আপলোড করা। একই সাথে মোবাইল ও কম্পিউটার এ পড়তে পারব।

বইগুলো সম্পর্কে প্রতি টিউনে বিস্তারিত দেয়া থাকে যাতে ডাউনলোড এর পূর্বে একটা ধারনা পান।

তাহলে যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন

বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।

ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

বেশি করে বই পড়ুন আর জ্ঞানের পরিধিকে প্রসারিত করুন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন