Best Reseller Hosting Service in BD
আমি মোঃরোমান ইসলাম একজন কলেজ পড়ুয়া ছাত্র লেখাপড়ার পাশাপাশি দির্ঘদিন যাবত ওয়েবডিজাইন নিয়ে টুকিটাকি কাজ করে আসছি এবং ব্লগ লিখতে ভালোবাসি
মোট পোস্ট সংখ্যা: 11  »  মোট কমেন্টস: 2  
Facebook
Google Plus
Twitter
Linkedin

SSC 2017 এর পরীক্ষার্থী দের জন্য জীববিজ্ঞান সাজেশন?

এ সএসসি জীববিজ্ঞান সাজেশনঃ ১। উদ্ভিদ ও প্রাণী নিয়ে জীবজগত।
জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। কোষের আকার আকৃতি ও গঠন অনেক বৈচিত্রময় । এতে অনেক অঙ্গাণু বিদ্যমান । অঙ্গাণুগুলো সমন্বিত
ভাবে কোষকে কর্মক্ষম রাখে ।
ক) কোষ কাকে বলে? খ) উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে ২টি পার্থক্য লিখ।
গ) উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র আঁক।
ঘ) চিত্রসহ মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ লিখ।
২। কোষ বিভাজনের ফলে নতুন কোষ সৃষ্টি হয়। আর এভাবেই জীব বেড়ে ওঠে। কোষ বিভাজন তিন প্রকার, মাইটোসিস তার একটি। এতে বিভিন্ন ধাপের মাধ্যমে ১টি কোষ থেকে ২ টি নতুন কোষ তৈরি হয়।
অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার, টিউমারসহ বিভিন্ন রোগ হয়।
ক) কোষ বিভাজন কি? খ) ক্যান্সার রোগের কারন লিখ।
গ) মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখ।
ঘ) চিত্রসহ মাইটোসিস কোষ বিভাজনের শেষ দুটি ধাপ বর্ণনা কর।
৩।গ্রীষ্মের ছুটিতে শফিকুল তার মামার বাড়ি বেড়াতে গেল।
সেখানে পুকুরে গোসল করতে নেমে সে দেখল পানি বেশ সবুজ, পানিতে পুঁটি, তেলাপিয়া, শোল ও কিছু জলজ পোকা ভেসে বেড়াচ্ছে। পুকুর পাড়ের একটি গাছে কয়েকটি বক ও মাছরাঙা পাখি দেখতে পেল।
সে এসব জীব এর সহবস্থান সম্পর্কে মামার কাছে জানতে চাইলে, তিনি তা ব্যাখ্যা করলেন।
ক) জলজ বাস্তুসংস্থান কাকে বলে? খ) উক্ত বাস্তুসংস্থানের বিভিন্ন জীব নিয়ে দুটি খাদ্যশৃংখল তৈরি কর।
গ) বাস্তুসংস্থানে বিভিন্ন জীবের মধ্যে শক্তি প্রবাহ ব্যাখ্যা কর।
ঘ) একটি আদর্শ পুকুরের বাস্তুসংস্থান বর্ণনা কর।
৪। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডায় গাছপালা মারা যায়।সে কারনে তারা কাঁচের ঘরে গাছপালা লাগিয়ে রাখে। এ ধরনের ঘরকে গ্রীন হাউস বলে। নিচে গ্রীন হাউসের চিত্র দেখানো হল।
ক) গ্রীন হাউস কাকে বলে? খ) গ্রীন হাউসের অভ্যন্তরভাগ উত্তপ্ত
হয় কেন ব্যাখ্যা কর।
গ)উপরের চিত্র অবলম্বনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারন লিখ।
ঘ)চিত্রের আলোকে আমাদের পৃথিবীতে এর প্রভাব কি হতে পারে তা নিজের চিন্তাধারায় লিখ ৫। জীববিজ্ঞানের শিক্ষক শিপলু স্যার ডিসেম্বর মাসের শেষের দিকে নবম ও দশম শ্রেনীর ছাত্রদের নিয়ে এক শিক্ষা সফরের আয়জন করলেন।স্থির হল সেন্টমাটিন দ্বীপে যাওয়া হবে। সে মোতাবেক নির্দিষ্ট সময়ে তারা সেখানে উপস্থিত হয়। স্যার দ্বীপটির অবস্থান, আয়তন, পরিবেশীয় বৈশিষ্ট্য, উদ্ভিদরাজী ও প্রাণীকূলের সম্পর্কে সম্যক ধারনা দিলেন।
ক) বাংলাদেশের এক মাত্র প্রবাল দ্বীপের নাম কি? খ) উক্ত দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় কেন? গ) উক্ত দ্বীপের পরিবেশীয় বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ) দ্বীপের উদ্ভিদরাজী ও প্রাণীকূলের সম্পর্কে তোমার ধারনা নিজের ভাষায় লিখ।
৬। পৃথিবীর জলভাগ ও স্থলভাগকে বায়বীয় স্তর বেষ্টন করে আছে।
বায়ুমণ্ডল কয়েকটি স্তরে বিভক্ত।
জলভাগের অন্তর্গত সমুদ্র, পুকুরও জলাশয়ে বিভিন্ন প্রকার জলজ প্রাণী বাস করে।
ক) CFC কি? খ) ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? গ) কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্থ
হচ্ছে ব্যাখ্যা কর।
ঘ) Pisces গ্রুপের প্রানীর নাম উল্লেখ কর এবং এর কমে যাওয়ার কারণ বিশ্লেষণ কর।
ভালো লাগলে ঘুরে আসুন www.designbd.ml

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন