Scholars Home হচ্ছে ছাত্র শিক্ষকদের জন্য অত্যাধুনিক সুবিধাসম্পন্ন “Innovation Place, USA ” এর এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক উদ্যোগ, যে ওয়েবসাইট ব্যবহার করে পৃথিবীর যে কোন স্থান থেকে যে কেউ শিখতে পারে এবং শিখাতে পারে।
প্রযুক্তির উৎকর্ষসাধনের ধারাবাহিকতায় এর প্রভাব সমাজের সর্বস্তরে পরিলক্ষিত হয়। তবে শিক্ষাখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে প্রযুক্তির কল্যানে। “Innovation Place, USA” নিয়ে আসছে ছাত্র-ছাত্রী এবং পেশাদার ব্যাক্তিগনের জন্য অনলাইনের মাধ্যমে পড়াশোনা, বিভিন্ন বিষয়ে দক্ষতা তৈরীর চমৎকার একটি সেবা। এছাড়াও এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগনের অর্থ ও উপার্জনের সুযোগ রয়েছে।
Innovation Place, USA এর পক্ষ থেকে প্রকাশ করা হয় – https://www.scholars-home.org/ নামের ওয়েবসাইট। এই ওয়েব সাইটের বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে রেজিষ্ট্রেশন। এস এস সি থেকে যেকোন পর্যায়ের ছাত্র ছাত্রীরা নিজেদের প্রয়োজনমত নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদেরকে ঘন্টা হিসেবে চুক্তি করতে পারবেন।
ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিষয় যেমন- গনিত, ইংরেজী, বিজ্ঞান, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধান করার জন্য ঘন্টা ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক পাবেন সহজেই। এছাড়া পেশাদার শ্রেনী অথবা যারা বিভিন্ন বিষয়ে দক্ষতা তৈরী করতে চান যেমন- IELTS, GRE, GMAT, SAT, TOEFL, Programming, Artificial Intelligence, Machine Learning, NLP, Creative Design, Marketing, Web design, Software Development সহ আরও অনেক বিষয়ের দক্ষ ও পেশাদার শিক্ষকদের থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এখানেও রয়েছে ঘন্টা ভিত্তিক চুক্তির সুবিধা।
https://www.scholars-home.org/ দিচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ভিডিও কনফারেন্স এবং লাইভ মেসেঞ্জার এর মাধ্যমে শিক্ষাগ্রহনের সুযোগ। লাইভে ফ্রি হ্যান্ডে লিখার জন্য রয়েছে হোয়াইট বোর্ড। আরও রয়েছে রিসোর্স ফাইল আপলোড এবং শেয়ার এর সুবিধা। খুব সহজেই একজন ইউজার শিডিউল কাস্টমাইজ করতে পারবেন।
আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্য এবং উন্নত নিরাপত্তা সুবিধা সম্পন্ন পেমেন্ট গেটওয়ের সাহায্যে মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকের কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়াও রয়েছে আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্য VISA , MASTERCARD এর মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা।
এওয়েব সাইটে শিক্ষকদের পেমেন্ট পাওয়ার রয়েছে নিরাপদ ব্যবস্থা ও শতভাগ নিশ্চয়তা। কারণ, কোন শিক্ষার্থী ক্লাস শিডিউল নির্দিষ্ট করলেই শিক্ষকের কাছে পেমেন্ট চলে যাবে।
উল্লেখ্য, Innovation Place, USA ” এর প্রতিষ্ঠাতা, প্রধান বিজ্ঞানী ও সিইও, ড. মোঃ আলাউদ্দীন ভূঁইয়া যিনি একজন হার্ভাড স্কলার এবং নিউইউর্ক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষনা করেছেন। বর্তমানে Artificial Intelligence সহ বিভিন্ন বিষয়ে গবেষনা করছেন। উনার তত্ত্বাবধানেই https://www.scholars-home.org/ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যারা জ্ঞান পিপাসু, শিখতে আগ্রহী এবং অভিজ্ঞ শিক্ষক খুঁজছেন তাদের চাহিদা মিটানোর জন্য ঝপযড়ষধৎং ঐড়সব দেশ বিদেশের বিভিন্ন দক্ষ, অভিজ্ঞ শিক্ষকদেরকে একত্রিত করার উদ্যোগ গ্রহন করেছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে, ছাত্র এবং শিক্ষক সহজেই Scholars Home (https://www.scholars-home.org/) থেকে উপকৃত হবেন।
মন্তব্য করুন