সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট জিনিস নিয়ে আলোচনা করবো। আমাদের সবার ইমেইল অ্যাকাউন্ট আছে। কারন ইন্টারনেট চালান অথচ ইমেইল অ্যাড্রেস নাই এমন লোক কোথাও খুজে পাওয়া যাবে না। যাহোক আজকে জিমেইল এর একটা ফিচার নিয়ে আলোচনা করবো। বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন জায়গায় ইমেইল পাঠাতে হয়। আমরা অনেক সময় বলতে গেলে সব মেইল এ নিছে নিছের নাম এবং ঠিকানা অ্যাড করে তারপর ইমেইল সেন্ড করি। কিন্তু আপনি চাইলে এই জিনিসটা অ্যাড করে রাখতে পারেন তাহলে আর বার বার লিখতে হবে না। আর এই জিনিসটাকে বলে Signature। যাহোক কাজের কথায় আসি। এখন কথা হল কিকরে করবেন এটা। অনেকেই হইত জানেন। তবে যারা একেবারে নতুন তাদের জন্য। প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ Basic মুড এ লগিন করুন। এখন নিছের ছবির মতো সেটিং এ ক্লিক করুন।
এবার General এ ক্লিক করলে Signature নামে একটা অপশন পাবেন।
এখন নিছের ছবির দিকে নজর দিন।
ছবিতে যেখানে টিক দেয়া আছে ওইখানে টিক দিয়ে ফাকা জাইগায় আপনি যে লেখা দিতে চান বা আপনার অ্যাড্রেস দিন এখন একেবারে নিছে Save change এ ক্লিক করে বের হয়ে আসুন। এখন Compose Mail এ যান দেখবেন আপনি ঐ জায়গায় যে অ্যাড্রেস দিএছেন ওইটা নিছে শো করতেছে।
মন্তব্য করুন