আমরা সবাই জানি যে এই গ্রহের সবচেয়ে জনপ্রিয়, এক্সাইটেড এবং দর্শনীয় খেলাটির নামই হচ্ছে ফুটবল। যদিও আমাদের দেশ ফুটবল বিশ্বকাপ খেলেনা তবুও বিশ্বকাপ আসলে মনে হয় আমাদের দেশেই খেলা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জনপ্রিয় দুটি দলের সমর্থকদের মারামারি করার খবরও পাওয়া যায়, যা কাম্য নয়। যা হোক, এনি প্রমান করে যে আমরা ফুটবল ভালোবাসি। একদিন না একদিন আমাদের দেশও ফুটবল বিশ্বকাপ খেলবে এই প্রত্যাশা রেখেই শুরু করছি।
কে সবচেয়ে ভাল ফুটবল খেলোয়াড়?
এই একটি প্রশ্ন যে কত হাজার বার করা হয়েছে আমার জানা নেই। অনেকেই নিজেকে সবচেয়ে ভালো খেলোয়ার হিসেবে দাবি করেন। যা হোক যাকে আমার ভালো লাগে সেই আমার চোখে সবচেয়ে ভাল খেলোয়ার, কি বলেন? আপনার – আমার সাথেতো আরেকজনের ভালো লাগা না ও মিলতে পারে।
১০. George Best – Northern Ireland
অতিরিক্ত মদ্য পানের জন্য তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছিল তবে তার ট্যালেন্ট নিয়ে কোন অভিযোগ নেই।
৯. Zinedine Zidane – France



Zinedine Zidane – France
আপনি যদি ১৯৯৮ সালের বিশ্বকাপ দেখে থাকেন তাহলে নিশ্বই জানেন জিদান কি জিনিস!
৮. Alfredo Di Stefano – Argentina



Alfredo Di Stefano – Argentina
ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের গোলমেশিন নামে পরিচিত ছিলেন।
৭. Ferenc Puskas – Hungary



Ferenc Puskas – Hungary
তাকে সর্ব কালের সেরা গোল স্কোরার বলা হয়।
৬. Franz Beckenbauer – Germany



Franz Beckenbauer – Germany
মূলত একজন মিডফিল্ডার হলেও তার নির্দষ্ট কোন পজিশন ছিলন। কারন তিনি মাঠের সব জায়গায় দৌঁড়ে খেলতেন।
৫. Michel Platini – France



Michel Platini – France
ফ্রি কিকের জন্য বিখ্যাত ছিলেন।
৪. Zico – Brazil



Zico – Brazil
এটাকিং মিডফিল্ডার িছলেন এবং ফ্রি কিক মাস্টার নামে পরিচিত ছিলেন।
৩. Johann Cruyff – Netherlands



Johann Cruyff – Netherlands
জিদানের মত বল কন্ট্রোলিং এবং জর্জ বেষ্টর মত ড্রিবলিং ক্ষমতা ছিল। তিনি ছিলেন টোটাল ফুটবলার।
২. Pele – Brazil



Johann Cruyff – Netherlands
দ্য গোল মেশিন। ১২৮২ গোল ১৩৬৬ ম্যাচে, অসাধারন।
১. Diego Maradona – Argentina



Diego Maradona – Argentina
দ্য গ্রেটেষ্ট ট্যালেন্ট খেলোয়ার।
জানি এই লেখাটি পড়ে বা লিষ্টটি দেখে অনেক বন্ধুই মন খারাপ করবে নিজের পছন্দের খেলোয়ারটিকে ১ নাম্বারে না দেখতে পেয়ে। আবার অনেকেই মনে মনে গালিগালাজও করতে পারে। যাই হোক ১ নম্বর স্থান কিন্তু একটিই এখানে একজনই স্থান পাবেন। তাই এই কাজটি করা অনেক কঠিন। এখানে অনেক খেলোয়ার আছেন যারা যৌথভাবে ১নং বা ২নং জায়গায় অবস্থান করার যোগ্যতা রাখেন। এখন সময় আপনার, যদি লিষ্টটি আপনাকে সাজাতে বলাহয় তাহলে কিভাবে সাজাবেন? কমেন্ট করে জানান।
সময় পেলে আমার নতুন ব্লগটি একবার ঘুরে দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন: Sports and Game
মন্তব্য
দারুন একটা তথ্যবাহুল পোস্ট, পড়ে অনেকে কিছু জানলাম। পোস্ট এর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার কাছ থেকে আরও এমন তথ্যবাহুল পোস্ট চাই, আশা করি পাব।