ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেতাদের পারিশ্রমিক কত, তা নিয়ে অনেকের মাঝেই ব্যাপক আগ্রহ রয়েছে। আর এ আগ্রহ মেটাতেই এবার দেওয়া হলো শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ শিল্পীর তালিকা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. রাম কাপুর
‘কসম সে’, শোয়ের জন্য বিখ্যাত অভিনেতা রাম কাপুর পরবর্তীতে আরও বহু অনুষ্ঠানে অভিনয় করে সুনাম কামিয়েছেন। অভিনয়ের জন্য তিনি প্রতিদিন সোয়া এক লাখ রুপি পারিশ্রমিক নেন।
৪. সাকসি তানওয়ার
‘কাহানি ঘার ঘার কি’-এ অভিনয় করে সাকসি তানওয়ার নাম অর্জন করেন। এ ছাড়াও ‘বারে আচ্ছে লাগতে হ্যায়’-এ অভিনয় করছেন তিনি। এতে অভিনয়ের জন্য প্রতিদিন ৭০ হাজার রুপি করে আয় করেন তিনি।
৩. রোনিত রায়
রোনিত রায় ‘কাসাউতি জিন্দেগি কায়’-এ অভিনয় করে বিখ্যাত হয়েছেন। তিনি বর্তমানে ‘আদালত’-এ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেন। এখানে অভিনয় করে তিনি প্রতিদিন সোয়া এক লাখ রুপি করে পারিশ্রমিক নেন।
২. মোহিত রায়না
টিভি সিরিজ ‘ডেভন কে ডেব : মহাদেব’ সিরিজে অভিনয় করে বিখ্যাত হন মোহিত রায়না। জানা যায়, প্রতি সিরিজে অভিনয় করার জন্য তিনি এক লাখ রুপি করে নেন।
৫. টিনা দত্ত


উত্তরান-এ অভিনয় করে বিখ্যাত হয়েছেন টিনা। এ অভিনেত্রী প্রতিদিন অভিনয়ের জন্য ৫৫ হাজার রুপি করে নেন।
৬. সোয়েতা তিউয়ালি
‘কাসাউতি জিন্দেগি কায়’-এ অভিনয় করে বিখ্যাত হয়েছেন সোয়েতা তিউয়ালি। তিনি সম্প্রতি পারভারিশ-এও অভিনয় করছেন। প্রতিদিন তার পারিশ্রমিক ৬০ হাজার রুপি।
৭. করণ সিং গ্রোভার
করণ সিং টিভি সিরিয়াল ‘ডিল মিল গায়ে’তে অভিনয় করে বিখ্যাত হন। তিনি অভিনয়ের জন্য প্রতিদিন ৮০ হাজার রুপি করে নেন।
৮. সিভাজি সাতাম
সিআইডির অভিনেতা সিভাজি সাতাম প্রতিদিন অভিনয়ের জন্য এক লাখ রুপি করে নেন।
৯. আনকিতা লোকহান্ডে
পাভিতা রিশতা সিরিয়ালে অভিনয় করে নাম কামিয়েছেন আানিকা। এ অভিনেত্রী প্রতিদিন ৭৫ হাজার রুপি করে নেন।
১০. রাশামি দেশাই
উত্তরন সিরিয়ালে অভিনয় করে বিখ্যাত হয়েছেন রাশামি দেশাই। এ অভিনেত্রী মাসে ১৫ থেকে ২০ দিন অভিনয় করেন। এ জন্য তিনি প্রতিদিন ৬৫ হাজার রুপি করে পারিশ্রমিক নেন।
মন্তব্য
হুম বেশ ভাল একটি পোস্ট। পাঠ করে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি এই ধরনের বিষয়ক লেখাগুলো এখানে লিখতে পারেন ও ব্লগ করার আমন্ত্রণ রইল- http://www.nabinpothik.com