Best Reseller Hosting Service in BD
আমি আরো দশজন মানুষের মতই খুব সাধারন একজন মানুষ। আমারো আছে অনেক সপ্ন অনেক ইচ্ছে, আছে কিছু রাগ কিছু অভিমান। তবে যাই হোক, চোটবেলা থেকেই টেকনোলজি নিয়ে খুব উৎসাহি ছিলাম এবং এখনো আছি। আশা করা আপনাদের সাথে থেকে আরো অনেক কিছু শিখতে পারবো।
মোট পোস্ট সংখ্যা: 1  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

বাংলা জোকস বা মিমি বানানোর পদ্ধতি

 

bhaab.com facebook cover photo

বাংলা মিমি বা জোকস বানানোর জন্য আপনি কয়েকটি পদ্ধতি ব্যাবহার করতে পারেন।

e-HostBD Hosting Service
  • ফটোশপ
  • মিমি তৈরি করার সাইট

ফটোশপ সম্পর্কে মোটামুটি সবাই জানেন তাই এখানে শুধু মিমি তৈরি করার সাইট ব্যাবহারের পদ্ধতি সম্পর্কে কিছু ধারনা দিচ্ছি ।

এরকম মিমি বা কমিক তৈরি করার জন্য কয়েকটি সাইট রয়েছে তবে তাদের মধ্যে [ memedad.com ] অন্যতম ।

এই সাইটে মিমি তৈরি করতে চাইলে আপনাকে প্রথমে এই সাইটে ঢুকতে হবে, ওখানে প্রচুর ব্লাঙ্ক টেম্প্লেট রয়েছে। আপনি চাইলে ওগুলো ব্যাবহার করতে পারেন অথবা আপনার পছন্দের ছবিও [ যেমন: মোশারফ করিমের ] আপলোড করতে পারেন। আপনার পছন্দের ছবি আপলোড করতে উপরে [ UPLOAD NEW TEMPLATE ] অপশনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ি ছবি আপলোড করুন।

এরপর আপনি পরের পেজে দেখতে পারবেন ডানপাশে দুটি টেক্সট বক্স রয়েছে, ওখানে প্রথমটি হলো উপরের লাইন এবং পরেরটি হল নিচের লাইল।

মিমি তৈরি করার সময় মনে রাখবেন:

১. প্রথম লাইনটি হচ্ছে উদ্দিপক, যা দ্বার এই ছবিটির প্রতি অন্যদের নজর পরবে।

২. দ্বিতিয় লাইনটি হচ্ছে ফলাফল, অর্থাৎ এখানে কৌতুকময় কিছু একটা বিষয় থাকবে।

আপনি চাইলে এই নিয়মের বাহিরেও যেতে পারেন। এবার আপনার লেখা শেষ হলে [ Create ] বাটনে ক্লিক করলেই তা দিয়ে তৈরি হয়ে যাবে আপনার পছন্দের মিমি।

এবার আপনি আপনার তৈরি মিমি / জোকটি Facebook অথবা Bhaab.com এ পোস্ট করতে পারেন।

Bhaab.com এ পোস্ট করার জন্য আপনাকে প্রথমে এই সাইটে একটি এ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে [ Submit Picture ] বা [ Upload ] অপশন থেকে আপনি আপনার মিমিটি আপলেড করতে পারবেন। আপলোড করার সময় প্রথমে টাইটেল, ক্যাটাগোরি, তারপর ছবিটি এ্যাটাচ এবং বিবরন দিয়ে সাবমিট দিলেই আপনার ছবিটি পাবলিশ হয়ে যাবে Bhaab.com এ। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ফেসবুকে / টুইটারে শেয়ার করতে পারেন।

বলে রাখছি যে এই পোস্টটি  সরাসরি আমার নিজের লেখা না । তবে কিছু কিছু স্থানে প্রয়োজন সাপেক্ষে পরিবর্তন পরিমার্জন করেছি । আশা করি এতো কেউ আপত্তি জানাবেনা ।

উৎসঃ কিভাবে বানাতে হয় বাংলা মিমি / জোকস ।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন