আশা করি সবাই ভাল আছেন। আবারো হাজির হলাম। আজকে একটা মজার পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভাল লাগবে। আপনারা সবাই জানেন ভারতীয় তারকারা এখন কোটী কোটী টাকা আয় করেন। বিলাসবহুল জীবন যাপন করেন। কিন্তু তাঁদের শুরুটা এইরকম ছিল না। তাঁদের প্রথম বেতন কত ছিল? আসুন একনজর দেখে নেই…
অমিতাভ বচ্চন
সত্তরের দশকে কলকাতায় এসে জীবন শুরু করেন অমিতাভ বচ্চন। কয়েক বছর এখানে তিনি চাকুরিও করেন। এ সময় তিনি প্রথম মাসিক ৫০০ টাকা বেতনে কাজ শুরু করেন।
শাহরুখ খান
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের অন্যতম শাহরুখ খান। প্রথম জীবনে একটি কনসার্টে অ্যাটেনড্যান্ট হিসেবে কাজ করেন। এতে তিনি ৫০ টাকা রোজগার করেন। আর এটাই ছিল তার প্রথম রোজগার।
সোনম কাপুর
ধনী পরিবারে জন্ম হলেও সাদামাটাভাবেই জীবনযাপন করেছেন সোনম। এক পরিচালকের অধীনে সহকারী পরিচালক হিসেবে কাজ করে ৩ হাজার টাকা প্রথম রোজগার করেন তিনি। সেই টাকা বাঁচাতে মুম্বাইয়ের লোকাল ট্রেনেও চড়েছেন এ অভিনেত্রী।
ইমরান হাশমি
ছোটবেলায় গুডনাইটের বিজ্ঞাপন করে ২ হাজার ৫ শত টাকা রোজগার করেন ইমরান হাশমি। এটাই তার প্রথম রোজগার।
প্রিয়াঙ্কা চোপড়া
সম্ভবত তা মডেলিংয়েরই কোনো অ্যাসাইনমেন্টের কাজ করে প্রিয়াঙ্কা ৫ হাজার টাকা রোজগার করেন। সেটাই তার জীবনের প্রথম রোজগার। প্রিয়াঙ্কা এ টাকা তার মাকে দিয়ে দেন। সেই টাকা নাকি এখনও অক্ষত রয়েছে।
হৃত্বিক রোশান
বলিউড সুপার হিরো হৃত্বিক রোশানের প্রথম রোজগার ছিল মাত্র ১০০ টাকা।
ধর্মেন্দ্র
দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমায় অভিনয় করে জীবনের প্রথম তিনি ৫১ টাকা রোজগার করেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র।
অক্ষয় কুমার
প্রথমজীবনে ওয়েটারের কাজ করতেন অক্ষয় কুমার। তার জীবনের প্রথম রোজগার ছিল ১৫০০ টাকা।
মন্তব্য করুন