সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করবো বলিউড এর কয়েকজন জনপ্রিয় নায়ক এবং নায়িকার আসল নাম। মানে হল বলিউড বা বড় পর্দায় আসার আগে তাদের কি নাম ছিল।
অশোক কুমার: বলিউডের প্রয়াত প্রতিভাবান অভিনেতা অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি।
গুরু দত্ত: বলিউড সিনেমার প্রথমদিকের নায়ক তথা প্রযোজক-পরিচালক গুরু দত্তের আসল নাম ছিল বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন।
রাজ কাপুর: রাজ কাপুরের প্রথম জীবনে নাম ছিল রণবীর রাজ কাপুর।
দিলীপ কুমার: দিলীপ কুমারের আসল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। পরে তিনি সিনেমা জগতে দিলীপ কুমার নামে পরিচিত হন।
শাম্মি কাপুর: শাম্মি কাপুরের আসল নাম ছিল শামসের রাজ কাপুর।
ধর্মেন্দ্র: বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর আসল নাম হল ধরম সিং দেওল।
রাজেশ খান্না: বলিউডে ‘কাকা’ নামে পরিচিত রাজেশ খান্নার প্রথমজীবনে নাম ছিল যতীন খান্না।
অমিতাভ বচ্চন: বিগ বি-র প্রথমজীবনে নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে নাম হয় অমিতাভ শ্রীবাস্তব। তবে পরে গোটা পরিবার বচ্চন পদবীটি গ্রহণ করলে বিগ বি-র নাম বদলে হয় অমিতাভ বচ্চন।
মিঠুন চক্রবর্তী: মিঠুন চক্রবর্তীর প্রথম জীবনে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী।
রজনীকান্ত: সুপারস্টার রজনীকান্তের আসল নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়। সিনেমায় খ্যাতি পেতে নাম বদল করেন তিনি।
গোবিন্দ: গোবিন্দর আগের নাম ছিল গোবিন্দ অরুণ আহুজা।
সালমান খান: সালমান খানের পুরো নাম ছিল আব্দুল রশিদ সেলিম সালমান খান। শেষটুকু রেখে বাকিটা কেটে দেন সালমান।
অক্ষয় কুমার: বলিউডের ‘খিলাড়ি নম্বর ১’ অক্ষয়ের আগের নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া।
অজয় দেবগন: অজয়ের আগের নাম ছিল বিশাল বীরু দেবগণ। পরে তা বদলে হন অজয় দেবগণ।
প্রীতি জিনতা: প্রীতির আগের নাম ছিল প্রিতম সিং জিনতা। ভাগ্যিস নামটা বদলে নিয়েছিলেন তিনি!
জন আব্রাহাম: জনের আগের নাম ছিল ফারহান আব্রাহাম।
ক্যাটরিনা কাইফ: ক্যাটরিনার আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। বলিউডে নাম লেখানোর আগে তা বদলে ক্যাটরিনা কাইফ করে নেন তিনি।
সানি লিওন: বলিউডের লেটেস্ট সেনসেশন সানির আসল নাম ছিল করেণজিৎ কউর ভোহরা।
টাবু: তিনি একইসঙ্গে একজন ‘খান’ ও ‘হাশমি’! তাঁর পুরো নাম যে তাবাসসুম হাশমি খান!
চিরঞ্জীবী: এই দক্ষিণী সুপারস্টারের পুরো নাম মনে রাখাটাই কঠিন- কোইন্ডেলা শিব শংকর ভর প্রসাদ
মন্তব্য করুন