গীতিকার মাহবুবুল এ খালিদ এর কথায় এবং সুরে খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত ঈদ-ই-মিলাদুন্নবী গান। হযরত মুহাম্মদ (স) এর জন্মদিন তথা আমাদের উপমহাদেশে এই ঈদ-ই-মিলাদুন্নবী পালনের ইতিহাস বহু আগে থেকে। আর মুসলিমদের ভেতর নবি (স) কে ভালবাসার কারনে এই দিনটি অনেক বেশি মাহাত্ম্য পালন করে। ঈদ-ই-মিলাদুন্নবী গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা এবং রাজিব।
গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করতে পারেন *8466*987#। আর এয়ারটেল গ্রাহকরা ডায়াল করতে পারেন *788*987#।
মিলাদুন্নবী মিলাদুন্নবী
ঈদে মিলাদুন্নবী
প্রিয় নবীর জন্ম আমার
ঈদে মিলাদুন্নবী॥
মরুর বুকে জন্ম নবীর
ঈদে মিলাদুন্নবী
রোজ হাশরে করবেন নবী
ইয়া উম্মতি উম্মতি।
মিলাদুন্নবী মিলাদুন্নবী
ঈদে মিলাদুন্নবী॥
জীবন গেল যুদ্ধ করে
সত্য প্রতিষ্ঠায়
ধুলির ধরা ধন্য হলো
তোমাকে পাওয়ায়।
মিলাদুন্নবী মিলাদুন্নবী
ঈদে মিলাদুন্নবী॥
জীবন গেল যুদ্ধ করে
সত্য প্রতিষ্ঠায়
ধুলির ধরা ধন্য হলো
তোমাকে পাওয়ায়।
মিলাদুন্নবী মিলাদুন্নবী
ঈদে মিলাদুন্নবী॥
জেগে আছেন আমার নবী
আজও মদীনায়
সদাই তিনি ভাবছেন শুয়ে
উম্মতের চিন্তায়।
মিলাদুন্নবী মিলাদুন্নবী
ঈদে মিলাদুন্নবী॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/mahbubulakhalid । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন