Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

খালিদ সংগীতের ব্যানারে নতুন বিয়ের গান ‘বর আসবে কনের বাড়ি’

বিয়ে বাংলা সংস্কৃতির অন্যতম একটি অংশ। বিয়েকে ঘিরে বাঙ্গালী সমাজে চালু আছে নানানরকম রীতি রেওয়াজ। আর শীতের মৌসুম আসলে যেন আমাদের এই অঞ্চলে বিয়ের ধুম পরে যায়! এই সময়টা বাঙ্গালী সমাজে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবার জন্য অনেক বেশি জনপ্রিয়! আমাদের সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা, এখানে কেবল দুটি মানুষ নয়! দুটি পরিবারের মিলনের একটি অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান।

এই বিয়ের অনুষ্ঠানের অন্যতম একটি অংশ হচ্ছে গান। একটি ভালো গান ছাড়া যেন বিয়ের অনুষ্ঠান পরিপূর্ণতাই পায় না। আর এই দিকটা মাথায় রেখে অন্যতম সঙ্গীত বিষয়ক চ্যানেল খালিদ সঙ্গীত নিয়মিত নিয়ে আসছে বিয়ে নিয়ে দারুন দারুন সব গান। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে বিয়ে নিয়ে সম্পূর্ণ নতুন একটি গান বর আসবে কনের বাড়ি। গানটিতে কথা ও সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গিতা এবং লিজু বাউলা।

e-HostBD Hosting Service

Bor Asbe Koner Bari Song

লিরিক্স,

বর আসবে কনের বাড়ি
(ও) কন্যা সাজো তাড়াতাড়ি
পঙ্খিরাজে আসবে রে বর
কন্যা যাবে পালকিতে চড়ি
ও কন্যা সাজো তাড়াতাড়ি॥

গেট সাজাবে কনের বাড়ি
(তারে) ধরবে সহচরী
লক্ষ টাকায় আপোষ হবে
রবে না হয়রানি;
নেচে গেয়ে গান শুনাবে
বাজবে লহরী॥

রাজপুত্র নাচবে সুখে
স্বপ্নরানী পেয়ে
রাজার বেশে ফিরবে শেষে
বর বধুকে নিয়ে;
স্বপ্ন আজি মেলবে পাখা
সুখে সুখে ভরবে রাজপুরী॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন